All India Radio: ‘অল ইন্ডিয়া রেডিও’ ইতিহাস, প্রসার ভারতীর সমস্ত অনুষ্ঠানে ব্যবহৃত হবে ‘আকাশবাণী’

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 04, 2023 | 11:47 PM

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindra Nath Tagore) শ্রদ্ধা জানিয়ে এবং ব্রিটিশ আমলের বোঝা ঝেড়ে ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে সূত্রের খবর।

All India Radio: অল ইন্ডিয়া রেডিও ইতিহাস, প্রসার ভারতীর সমস্ত অনুষ্ঠানে ব্যবহৃত হবে আকাশবাণী
আকাশবাণী।

Follow Us

নয়া দিল্লি: আর ‘অল ইন্ডিয়া রেডিও’ (All India Radio) নয়, এবার রেডিওর সমস্ত অনুষ্ঠানের সম্প্রচারে কেবল ‘আকাশবাণী’ (Akashbani) শব্দটি ব্যবহৃত হবে। প্রসার ভারতীর তরফে সরকারিভাবে একথা ঘোষণা করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindra Nath Tagore) শ্রদ্ধা জানিয়ে এবং ব্রিটিশ আমলের বোঝা ঝেড়ে ফেলতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে সূত্রের খবর। বুধবার, ৩ মে প্রসার ভারতীর তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আকাশবাণীর ডিরেক্টর জেনারেল বসুধা গুপ্তা। নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

যদিও অল ইন্ডিয়া রেডিও-র পরিবর্তে আকাশবাণী কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত এবারে প্রথম নয়, আগেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী। তিনি বলেন, “এটা সরকারের অনেক আগের সিদ্ধান্ত। এতদিন সেটা কার্যকর হয়নি। তবে আমরা এখন থেকেই এটা কার্যকর করছি।”

প্রসঙ্গত, আকাশবাণী নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৯ সালে প্রথমবার ব্যবহার করেছিলেন। বর্তমানে আকাশবাণীর সারা দেশে অবস্থিত ৪৭০টি সম্প্রচার কেন্দ্র রয়েছে এবং ২৩টি ভাষা এবং ১৭৯টি উপভাষায় সম্প্রচার করে। যা দেশের এলাকার ৯২ শতাংশ এবং মোট জনসংখ্যার ৯৯.১৯ শতাংশকে কভার করে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই দেশবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ‘মন কি বাত’ অনুষ্ঠান চালু করেন নরেন্দ্র মোদী। মূলত, প্রাচীনতম রেডিও মাধ্যমের জনপ্রিয়তা বাড়াতে এই অনুষ্ঠান রেডিওতেই সম্প্রচারিত করেন তিনি। যদিও রেডিও থেকে টেলিভিশন সহ বিভিন্ন ইন্টারনেট মাধ্যমেও দেখা যায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান।

Next Article