নয়া দিল্লি : শেষ পর্যন্ত কি কংগ্রেসের ‘হাত’ ধরতে চলেছেন প্রশান্ত কিশোর ? ঘটনাপ্রবাহ সেদিকেই ইঙ্গিত করছে। গতকাল সন্ধেয় সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন এই ভোটকুশলী। আজ সকালে ১০ জনপথে ফের দেখা গেল তাঁকে। সেখানে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। প্রশান্ত কিশোর কংগ্রেসে এলে দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দলের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করেছেন সনিয়া। ওই কমিটিরই সদস্য হলেন দিগ্বিজয়।
প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এই অবস্থায় বারবার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে। ভোটকুশলী হিসেবে ২০১৭ সালে পঞ্জাব ও উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে তিনি কাজ করেছিলেন। পঞ্জাবে জয় পেলেও উত্তর প্রদেশে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। প্রশান্ত কিশোরের সংস্থার সেইসময় বক্তব্য ছিল, উত্তর প্রদেশে প্রশান্ত কিশোরের পরামর্শ মানতে চাননি প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোরের সাফল্য নজরকাড়া। ২০১২ সালে গুজরাত বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে জিতেছিল বিজেপি। সেইসময় তাঁর ভোট কুশলী হিসেবে কাজ করেছিলেন পিকে। পরে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময়ও বিজেপির ভোটকুশলী ছিলেন তিনি। এছাড়া ২০১৫ সালে বিহারের জেডিইউ-র ভোটকুশলী ছিলেন। ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের ভোটকুশলী হিসেবে তিনি কাজ করেছেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস তাঁর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধে। প্রশান্ত কিশোরকে তৃণমূল রাজ্যসভার সাংসদ করে পাঠাতে পারে বলেও একসময় জল্পনা ছড়িয়েছিল।
আর গত কয়েকদিন প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগদানের জল্পনা ছড়িয়েছে। এই অবস্থায় গত চারদিনে তিনবার সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসলেন প্রশান্ত কিশোর। গতকাল সনিয়ার সঙ্গে তাঁর বৈঠকে একাধিক নেতা উপস্থিত ছিলেন। সনিয়া-তনয়া প্রিয়াঙ্কা ছাড়াও ওই বৈঠকে ছিলেন মুকুল ওয়াসনিক, রণদীপ সিং সুরজেওয়ালা, কেসি বেণুগোপাল এবং অম্বিকা সোনি। সূত্রের খবর, এই বছর এবং সামনে বছরের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে পিকে-র সংস্থার গাঁটছড়া বাঁধা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া বছর দুয়েকের মধ্যেই লোকসভা নির্বাচন। সেখানে পিকে-র সংস্থার পরামর্শ কাজে লাগাতে চায় ভারতের সবচেয়ে পুরানো রাজনৈতিক দল। জানা গিয়েছে, প্রশান্ত কিশোর সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে সনিয়া গান্ধী একটি চার সদস্যের কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে দিগ্বিজয় ছাড়াও রয়েছেন ওয়াসনিক, সুরজেওয়ালা, বেণুগোপাল। ওই কমিটি সাতদিনের মধ্যে একটি রিপোর্ট দেবেন। এখন দেখার, ভোটকুশলী হিসেবে প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন, নাকি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন।