সরকারি পদ পেলেন পিকে, আহ্বান ক্যাপ্টেনের

সুমন মহাপাত্র |

Mar 01, 2021 | 4:29 PM

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) স্ট্র্যাটেজিতেই নির্বাচনের ছক সাজাচ্ছে জোড়াফুল শিবির।

সরকারি পদ পেলেন পিকে, আহ্বান ক্যাপ্টেনের
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সর্বশক্তি দিয়ে শেষ মূহুর্তের প্রচারে নেমেছে রাজ্যের সব রাজনৈতিক দল। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) স্ট্র্যাটেজিতেই নির্বাচনের ছক সাজাচ্ছে জোড়াফুল শিবির। আইপ্যাক প্রধানের পরামর্শেই তৈরি হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা, এমনও খবর মিলেছে সূত্র মারফত। তবে রাজ্যে বিধানসভা ভোটের আগেই ভিন রাজ্যে সরকারি পদ পেলেন প্রশান্ত কিশোর।

ফাইল চিত্র

আইপ্যাক প্রধানকে সরকারি পদে বসালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পিকেকে নিজের মুখ্য পরামর্শদাতা বানাচ্ছেন অমরিন্দর। টুইটে পঞ্জাবের মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি জানাতে পেরে খুশি হচ্ছি যে প্রশান্ত কিশোর আমার মুখ্য পরামর্শদাতা হিসেবে যোগ দিয়েছেন। আমরা একসঙ্গে পঞ্জাববাসীর উন্নতিসাধনের জন্য কাজ করব।”

তবে এখনও এই বিষয়ে প্রশান্ত কিশোরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বঙ্গভোটের আগে ভোট কৌশলীর ক্যাপ্টেন যোগের বিষয়ে কটাক্ষের সুরে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, “ওনার বাংলার প্রতি আবেগ নেই কনসালটেন্ট ফি পাচ্ছেন তাই চলে যাচ্ছেন।” প্রসঙ্গত এর আগেও একাধিকবার দলের অন্দরে থেকেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের অনেকে। বিজেপিতে যাওয়ার আগে বৈশালী ডালমিয়া, শুভেন্দু অধিকারী ছাড়াও একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছিলেন পিকের ভূমিকা নিয়ে।

তবে একই সঙ্গে দুই রাজ্যে কাজ করার অভিজ্ঞতা আগেই রয়েছে পিকের কাছে। এই একুশেই শুধু তৃণমূল নয়, ডিএমকের হয়েও কাজ করছেন প্রশান্ত কিশোর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তাঁর ভোট কৌশলেই ভরসা রেখেছেন এম কে স্টালিন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি থেকে স্টালিনের দলের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন পিকে।

আরও পড়ুন: ‘বিয়ে করুন না হলে জেলে যান’ পকসো আইনে অভিযুক্তকে ‘বেনজির’ পরামর্শ সুপ্রিম কোর্টের

Next Article