পটনা: ভোটকুশলী থেকে এবার রাজনীতিক। নতুন ভূমিকায় প্রশান্ত কিশোর। তৈরি করছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ। বিহারের বিধানসভা নির্বাচনই হবে প্রশান্ত কিশোরের দলের প্রথম পরীক্ষা। নির্বাচনের ময়দানে নামার আগেই বড় প্রতিশ্রুতি পিকে-র। ক্ষমতায় এলে ‘ড্রাই স্টেট’ বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর।
নিজের রাজনৈতিক দলের ঘোষণা করেছেন প্রশান্ত কিশোর। বিগত কয়েক মাস ধরেই বিহারে যে জন সূরজ যাত্রা করছিলেন তিনি, তাই-ই রূপান্তরিত হতে চলেছে রাজনৈতিক দলে। ‘জন সূরজ’ই নাম হবে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলের। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক দলের সূচনা হবে।
দলের আত্মপ্রকাশের আগেই প্রশান্ত কিশোর জানালেন, ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যেই আবগারী নীতি বদলে ফেলা হবে। বিহারে মদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হবে। পিকে-র দাবি, মদে নিষেধাজ্ঞা জারি করে সরকারের কোনও লাভ হয়নি। বরং ক্ষতিই হয়েছে। বিশ্বের বহু দেশই এমন নিয়ম এনেছে। কিন্তু তাতে লাভ হয়নি। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও অপপ্রচার চালিয়েছে নীতীশ কুমারের দল, এমনটাই অভিযোগ।
প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমার এবং তাঁর অনুগামীরা বলছেন যে গান্ধীজি এই কথা (মদ নিষিদ্ধ করা) বলেছেন। আমি দুই বছর ধরে বলে আসছি, এবং এখনও বলছি যেৃ গান্ধীজি যদি কোথাও বলে থাকেন যে সরকার একটি আইন করে মদ নিষিদ্ধ করুক, আমাকে এই কথা দেখাতে পারলে আমি নীতীশ কুমারের পা স্পর্শ করে ক্ষমা চাইতে প্রস্তুত।”
ভোটকুশলী পিকে-র আরও দাবি, ২০২৫ সালে বিহারে বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউ ২০টিও আসন পাবে না। এই আত্মবিশ্বাসের পিছনে যুক্তিও দিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর কথায়, “যে অন্য দলকে ভোটে জেতাতে পারে, সে নিজে জিততে পারবে না?”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)