লখনউ: উত্তপ্ত বাংলাদেশের অস্থির পরিস্থিতির আঁচ ভারতেও। যোগী রাজ্য়ে বাংলাদেশি অনুপ্রবেশের শঙ্কা। আর তার জেরেই ভয়ঙ্কর কাণ্ড। বাংলাদেশি সন্দেহে বস্তিতে চলল ভাঙচুর। আগুন ধরিয়ে দেওয়া হল একের পর এক ঝুপড়িতে। জানা গিয়েছে, হিন্দু রক্ষা দলের ১০-১৫ জন সদস্যরাই শনিবার গাজিয়াবাদ রেলস্টেশনের কাছে একটি বস্তিতে চড়াও হয়। ওই বস্তির বাসিন্দারা ‘বাংলাদেশি’ তকমা দিয়েই ভাঙচুর চালায় অভিযুক্তরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয় পুলিশ। হিন্দু রক্ষা দলের সভাপতি ভূপেন্দ্র চৌধুরী এবং বাদল ওরফে হরি ওম সিং-কে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। জানা গিয়েছে, গাজিয়াবাদ কমিশনারেটের মধুবন বাপুধাম এলাকার ফাঁকা মাঠে তৈরি বস্তিতে শনিবার হঠাৎই চড়াও হয় হিন্দু রক্ষা দল। তারা দাবি করে, বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরই বহু মানুষ এ দেশে ঢুকে পড়েছে। তারা ওই বস্তিতে আশ্রয় নিয়েছে। এরপরই ১০-১৫ জনের দল ভাঙচুর শুরু করে। আগুনও ধরিয়ে দেয় ঝুপড়িতে।
পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। গ্রেফতার করা হয়েছে হিন্দু রক্ষা দলের সভাপতিকে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর ১৯১(২), ৩৫৪, ১১৫ (২), ১১৭(৪), ২৯৯, ৩২৪ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বস্তির বাসিন্দারা বাংলাদেশি নন, ভিন রাজ্যের বাসিন্দা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)