নামী কফি শপের লেডিস টয়লেটে লুকানো মোবাইল, ঘণ্টার পর ঘণ্টা চলছিল রেকর্ডিং! কোথায় সুরক্ষিত মহিলারা? উঠছে প্রশ্ন

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 11, 2024 | 7:00 AM

Video Recording: বাথরুমের ডাস্টবিনের ভিতরে মোবাইলটি লুকানো ছিল। ক্যামেরা সোজাসুজি টয়লেট সিটের দিকেই অ্যাঙ্গেল করে রাখা ছিল। প্রায় ২ ঘণ্টা ধরে মোবাইলে রেকর্ডিং চলছিল। মোবাইলটি ফ্লাইট মোডে রাখা ছিল যাতে কোনও শব্দ না হয়। 

নামী কফি শপের লেডিস টয়লেটে লুকানো মোবাইল, ঘণ্টার পর ঘণ্টা চলছিল রেকর্ডিং! কোথায় সুরক্ষিত মহিলারা? উঠছে প্রশ্ন
প্রতীকী চিত্র
Image Credit source: Meta AI

Follow Us

বেঙ্গালুরু: মহিলারা কি শুধুই ভোগ্যপণ্য? তাদের কোথাও কোনও নিরাপত্তা নেই? একের পর এক অমানবিক ঘটনায় এমনটাই প্রশ্ন উঠছে। এবার কাঠগড়ায় এক নামী কফি আউটলেট। অভিযোগ, মহিলাদের শৌচাগারে লুকিয়ে রাখা হয়েছিল মোবাইল। সেই মোবাইলে চলছিল রেকর্ডিং। মোবাইলটি বাথরুমে এমনভাবেই লুকানো ছিল যে চোখে পড়া দায়। এদিকে, ক্যামেরা এমনভাবেই রাখা যে শৌচাগারের ভিতরে যাবতীয় গতিবিধিই রেকর্ড হবে! ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। এই ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। একটি নামকরা কফি শপ, যাদের দেশ জুড়ে একাধিক আউটলেট রয়েছে, সেখানেই এমন ঘটনা ঘটেছে। এক মহিলা ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন।

ভাইরাল হওয়া পোস্টে যুবতীর দাবি, তিনি বেঙ্গালুরুর ওই নামকরা কফি শপে গিয়েছিলেন। সেই সময়ই হঠাৎ হইচই শুরু হয়। এক মহিলা শৌচাগার থেকে বেরিয়ে এসে জানান, ভিতরে মোবাইল লুকানো রয়েছে। বাথরুমের ডাস্টবিনের ভিতরে মোবাইলটি লুকানো ছিল। ক্যামেরা সোজাসুজি টয়লেট সিটের দিকেই অ্যাঙ্গেল করে রাখা ছিল। প্রায় ২ ঘণ্টা ধরে মোবাইলে রেকর্ডিং চলছিল। মোবাইলটি ফ্লাইট মোডে রাখা ছিল যাতে কোনও শব্দ না হয়।

ওই যুবতীর আরও দাবি, ডাস্টবিন ব্যাগের ভিতরে মোবাইলটি ভরে রেখে দেওয়া ছিল, শুধুমাত্র ক্যামেরার অংশে ছিদ্র করা ছিল। মোবাইল উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই জানা যায়, ওই কফি শপেরই এক কর্মীর মোবাইল এটি। বছর কুড়ির ওই যুবক সুযোগ বুঝে মোবাইল রেখে এসেছিল মহিলাদের শৌচাগারে।

এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত যুবক আগেও এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নামকরা ওই কফি চেইনের তরফেও পোস্ট করে গোটা ঘটনায় ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওই যুবককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article