Terrorist Attack: জঙ্গলে ঢুকতেই এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, আহত আরও ৩

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 11, 2024 | 7:00 AM

Jammu Kashmir Encounter: ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান জারি রয়েছে।

Terrorist Attack: জঙ্গলে ঢুকতেই এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, অনন্তনাগে শহিদ ২ জওয়ান, আহত আরও ৩
চলছে তল্লাশি।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: উপত্যকায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। অনন্তনাগে এনকাউন্টারে শহিদ হলেন দুই সেনা জওয়ান। আহত আরও এক জওয়ান ও দুইজন সাধারণ নাগরিক। শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনও জঙ্গি দমন অভিযান জারি রয়েছে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার আহলান গাদোল এলাকায় এনকাউন্টার শুরু হয়। সেনাবাহিনী যখন রুটিন পেট্রোলিং চালাচ্ছিল, তখনই জঙ্গিরা হামলা করে। এরপর কোকেরনাগ সাব ডিভিশনের অধীনে জঙ্গলের ভিতরে জঙ্গি দমন অভিযান শুরু হয়।

সূত্রের খবর, ওই জঙ্গিরা সম্ভবত পাকিস্তানি। সেনাবাহিনীর প্য়ারাট্রুপ জঙ্গি দমন অভিযান চালাচ্ছে। সংঘর্ষে দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন। এরমধ্যে দুইজন সাধারণ নাগরিক।

ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান জারি রয়েছে।

এই নিয়ে কোকেরনাগের জঙ্গলে দ্বিতীয়বার এনকাউন্টার হল। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও সেনা-জঙ্গির মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল। ওই অভিযানে সেনাবাহিনীর এক কম্যান্ডিং অফিসার, মেজর ও পুলিশের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট শহিদ হয়েছিলেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article