Pregnant Dog Beaten to Death: অন্তঃসত্ত্বা ছিল কুকুরটি, পিটিয়ে মারল ২৫ জন মিলে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 20, 2022 | 4:13 PM

Pregnant Dog Beaten to Death: অন্তঃসত্ত্বা কুকুরকে পিটিয়ে মারা হল দিল্লিতে। এই ঘটনায় সরব হয়েছেন পশুপ্রেমীরা।

Pregnant Dog Beaten to Death: অন্তঃসত্ত্বা ছিল কুকুরটি, পিটিয়ে মারল ২৫ জন মিলে
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

নয়া দিল্লি: কুকুর সঙ্গে নারকীয় ঘটনা! এমনটাই দেখা গেল দিল্লিতে। দিল্লিতে প্রায় ২৫ জন মিলে একটি কুকুরের উপর মারধর (Dog Beaten To Death) চালিয়েছে বলে আধিকারিক সূত্রে জানা গিয়েছে। সেই কুকুরটি সেই সময় অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন পশুপ্রেমীরা। এই ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই নিউ ফ্রেন্ডস কলোনির পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে।

পুলিশের এফআইআর অনুযায়ী, প্রায় ২৫ জন মিলে একটি গর্ভবতী কুকুরের উপর অত্যাচার চালিয়েছেন। তাঁরা সকলে দক্ষিণ পূর্ব দিল্লির ডন বস্কো টেকনিক্যাল ইনস্টিটিউটের পড়ুয়া ও কর্মী বলেই জানা গিয়েছে। এই ঘটনার একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সেই অস্বস্তিকর ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে একটি টিনের শেড দেওয়া ঘর রয়েছে। সেখানে ওই ভীত, সন্ত্রস্ত গর্ভবতী কুকুরটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ছাত্র রড হাতে ওই টিনের ঘরে ঢোকে। বাকিরা বাইরে থেকেই উল্লাস করছিল। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মারো ওকে’।

তবে কুকুরটিকে মেরেই শান্ত হয়নি ওই ২৫ জনের দল। মৃত, রক্তাক্ত কুকুরের দেহ টেনে হেঁচড়াতে নিয়ে যেতেও দেখা গিয়েছে। এই গোটা ঘটনার ১৫ মিনিটের একটি হৃদয়বিদারক ভিডিয়ো শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পশুপ্রেমী ও সমাজকর্মীরা এই ঘটনায় কঠোর পদক্ষেপের জন্য সরব হন। প্রসঙ্গত, কিছুদিন আগেই গাজিয়াবাদে পথ কুকুরের উপর অত্যাচারের একটি ঘটনা ঘটেছিল। সেখানে তিন ব্যক্তি একটি কুকুরকে খুন করে তার মৃতদেহ ঝুলিয়ে রেখেছিল। তবে পুলিশের তরফে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। একদিন পিএফএ-র এক ট্রাস্টি অম্বিকা শুক্লা দিল্লির এই ঘটনার পর বলেছেন, ‘এক গর্ভবতী কুকুরকে পিটিয়ে মারছে অল্প বয়সী সব ছাত্ররা। এই ধরনের বর্বরতা ভয়ঙ্কর।’ তিনি এই ঘটনায় যুক্ত সব পড়ুয়াদের বহিষ্কারের দাবি তুলেছেন। শুধু তাই নয়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি কর্মীরাও জড়িত থাকার কারণে প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার দাবি তুলেছেন শুক্লা। তিনি বলেছেন, ‘যাঁরা আজ পশুদের উপর অত্যাচার করছে। তাঁরা আগামিদিনের সিরিয়াল কিলার।’

Next Article