Mann ki Baat@100: ‘মন কি বাত’ এবার পুস্তক আকারে, নমোর লেখা বই উপহার রাষ্ট্রপতিকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2023 | 9:47 AM

নয়া দিল্লি: দেশের জনগণের মনের কথা শুনতেই ‘মন কি বাত’ (Mann ki Baat) রেডিয়ো সম্প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সম্প্রতিই তা ১০০ পর্ব পূরণ করেছে। এবার বইয়ের রূপ পেল প্রধানমন্ত্রীর মন কি বাত। বইটির নাম “ইগনিটিং কালেকটিভ গুডনেস: মন কি বাত @১০০” (Igniting Collective Goodness: Mann ki Baat@100)। বইটি লিখেছেন খোদ […]

Mann ki Baat@100: মন কি বাত এবার পুস্তক আকারে, নমোর লেখা বই উপহার রাষ্ট্রপতিকে
মন কি বাত নিয়ে লেখা বই তুলে দেওয়া হল রাষ্ট্রপতির হাতে।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: দেশের জনগণের মনের কথা শুনতেই ‘মন কি বাত’ (Mann ki Baat) রেডিয়ো সম্প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সম্প্রতিই তা ১০০ পর্ব পূরণ করেছে। এবার বইয়ের রূপ পেল প্রধানমন্ত্রীর মন কি বাত। বইটির নাম “ইগনিটিং কালেকটিভ গুডনেস: মন কি বাত @১০০” (Igniting Collective Goodness: Mann ki Baat@100)। বইটি লিখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই বইটিই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেওয়া হল।

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন ব্লুক্রাফ্ট ডিজিটাল ফাউন্ডেশনের সিইও অখিলেশ মিশ্র। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে “ইগনিটিং কালেকটিভ গুডনেস: মন কি বাত @১০০” নামক বইটি তুলে দেন। প্রসঙ্গত, এই সংস্থাই প্রধানমন্ত্রী মোদীর লেখা বইটিকে সংকলিত করেছে। বইটি প্রকাশ করেছে ওয়েস্টল্যান্ড বুকস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক কাহিনিকেই সম্মান জানিয়ে বইটি লেখা হয়েছে। দেশের মানুষ ও বিদেশেও কীভাবে তিনি সকলের সঙ্গে মিশেছেন, তার কাহিনি তুলে ধরা হয়েছে এই বইতে। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক উন্নয়নে সংস্কৃতির রক্ষা সহ একাধিক বিষয়, যেগুলি নিয়ে প্রধানমন্ত্রী মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠানে আলোচনা করেছেন, তাও এই বইতে তুলে ধরা হয়েছে।

Next Article