লখনউ: চেয়ারে বসে রয়েছেন শিক্ষক, মাথাটা সামনের দিকে ঝোঁকানো। দেখেই বোঝা যাবে ক্লাসে বসেই ঘুমাচ্ছেন শিক্ষক। কিন্তু এই ঘুম ক্লান্তির নয়, আসলে নেশায় চুর শিক্ষক (Drunk Teacher)। প্রায়দিনই মদ্যপান করে স্কুলে আসেন ওই শিক্ষক। অভিভাবকদের হাজারো অভিযোগেও কোনও লাভ হয়নি। স্কুল কর্তৃপক্ষ আমলই দিতে রাজি না হওয়ায়, এবার মদ্যপ অবস্থায় হাতেনাতে ওই শিক্ষককে ধরলেন অভিভাবকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়ে গিয়েছে ওই মত্ত শিক্ষকের ভিডিয়ো। প্রশাসনের নজরে ওই ভাইরাল ভিডিয়োটি আসতেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হামিরপুর জেলায়। অভিযোগ, প্রাথমিক স্কুলের ওই শিক্ষক প্রায়সময়ই মদ্যপ অবস্থায় স্কুলে আসতেন। ক্লাসে আসলেও পড়ুয়াদের কিছুই পড়াতেন না। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানানো হয়। কিন্তু তাতে আমল দেয়নি স্কুল কর্তৃপক্ষ।
छोटे-छोटे बच्चों को पढ़ाने वाला दारूबाज अध्यापक नशे में मस्त।
जब विद्यालयों में होगे ऐसे अध्यापक तो कैसे कैसे पड़ेगा आने वाला भविष्य और कैसे बढ़ेगा आगे?
मासूम बच्चों के जीवन के साथ खिलवाड़ कर रहे ऐसे अध्यापक।
वायरल वीडियो जिला हमीरपुर का है।@myogiadityanath @dmhamirpurup pic.twitter.com/T00lMum3yU
— Pankaj Tiwari । पंकज तिवारी (@pankaj_cktd) November 3, 2023
এরপর স্থানীয় বাসিন্দারাই ওই শিক্ষককে হাতেনাতে ধরার সিদ্ধান্ত নেন। সম্প্রতিই ওই শিক্ষক আবার মদ্যপ অবস্থায় আসলে, স্থানীয় বাসিন্দারা মত্ত শিক্ষকের ভিডিয়ো রেকর্ড করেন। ভিডিয়োয় দেখা যায়, ওই শিক্ষক রীতিমতো নেশা করে ঘুমোচ্ছেন। তাঁকে ঠেলা দিয়ে, ডাকাডাকি করেও ঘুম থেকে ওঠানো যায়নি। পরে চোখ খুললেও, ওই শিক্ষক এতটাই মত্ত ছিলেন যে চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারেননি।
ভিডিয়োটি ভাইরাল হতেই সাসপেন্ড করা হয় ওই শিক্ষককে। জেলার এডুকেশন অফিসার অলোক সিং বলেন, “গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।”