নয়া দিল্লি: ওয়াকফ বিলে রেকর্ড! সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির স্বাক্ষরের ফলে আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী। বদলে গেল ওয়াকফ সম্পত্তি দাবি থেকে তা পরিচালনার নিয়ম।
গত ৩ এপ্রিল লোকসভায় ১২ ঘণ্টা আলোচনা চলার পর রাত দুটোয় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়। বিলের পক্ষে ২৮৮ ভোট পড়ে, বিপক্ষে ২৩২। এর পরদিনই রাজ্যসভায় বিল পেশ করা হয়। ৪ এপ্রিল মধ্য রাতে সেখানেও ওয়াকফ বিল পাশ করে যায় ১২৮ বনাম ৯৫ ভোটে। এর পরে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরেরই অপেক্ষা ছিল বিলকে আইনে পরিণত করতে।
শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেন। কেন্দ্রীয় সরকার যে দিন গেজেটে নোটিফিকেশন জারি করবে, সেদিন থেকেই আইন লাগু হবে।
নতুন আইনে দেশের ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্ট ও প্রশাসনিক ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। স্বচ্ছতা আনা হবে ওয়াকফ সম্পত্তিতে। নতুন আইন অনুযায়ী, এবার থেকে ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক ৪ জন অমুসলিম প্রতিনিধি থাকবে। ২ জন মহিলা প্রতিনিধিও থাকবে।
যে কোনও সম্পত্তিকে আর নিজেদের সম্পত্তি বলে দাবি করতে পারবে না ওয়াকফ। জেলা শাসক পর্যালোচনা করবেন এই দাবির। তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে ওই জমির আদৌ মালিক কি না ওয়াকফ।
ইতিমধ্যেই এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস ও এআইএমআইএম।