President election 2022: বিরোধীদের বৈঠকের পরই মমতাকে ফোন রাজনাথ সিং-এর, কী কথা হল দুই পক্ষে

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 15, 2022 | 7:58 PM

President election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমত্য প্রার্থী মনোনীত করতে বুধবার (১৫ জুন) নয়া দিল্লির সংবিধান ক্লাবে ১৬টি বিরোধী দলের বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। মমতার পাশাপাশি রাজনাথ ফোন করেন মল্লিকার্জুন খর্গে, অখিলেশ যাদব এবং নবীন পট্টনায়ককেও।

President election 2022: বিরোধীদের বৈঠকের পরই মমতাকে ফোন রাজনাথ সিং-এর, কী কথা হল দুই পক্ষে
রাজনাথের ফোন, এখনই জবাব দিলেন না মমতা

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমত্য প্রার্থী মনোনীত করতে বুধবারই (১৫ জুন) নয়া দিল্লির সংবিধান ক্লাবে ১৭টি বিরোধী দলকে নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের কিছু পরই, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য তৃণমূল সুপ্রিমোকে ফোন করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা রাজনাথ সিং। শুধু মমতা নয়, সূত্রের খবর এদিন রাজনাথ সিং ফোন করেন কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খর্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ককেও। প্রসঙ্গত, মল্লিকার্জুন খর্গে, এবং অখিলেশ যাদব মমতার বৈঠকে উপস্থিত ছিলেন। তবে, আমন্ত্রণ জানালেও আসেননি বা কোনও প্রতিনিধিও পাঠাননি নবীন পট্টনায়ক। প্রসঙ্গত, গত ১২ জুন বিজেপি দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এনডিএ-র শরিক দল, ইউপিএ জোট এবং অন্যান্য দলের বিধায়ক ও নির্দল বিধায়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং এবং জেপি নাড্ডাকে।

সূত্রের খবর, এদিন বিরোধী দলের নেতাদের বৈঠকের পরই রাজনাথ সিং-এর ফোন আসে মমতা-সহ বেশ কয়েকজন বিরোধী নেতার কাছে। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী মনোনীত করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ঐকমত তৈরি করতে চাইছে কেন্দ্র। তবে, এদিনের ফোনে আলোচনা হয়েছে একেবারে প্রাথমিক পর্যায়ের। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে কোনও বিশেষ নাম নিয়ে আলোচনা হয়নি। কাদের প্রার্থী করা যেতে পারে, সেই বিষয়ে বিরোধীদের কাছ থেকে বিকল্প নাম জানতে চাওয়া হয়। সূত্রের দাবি, রাজনাথকে বিরোধী নেতা-নেত্রীরা জানিয়েছেন, সরকার পক্ষের উচিত আগে প্রার্থীর নাম নির্ধারণ করা। তারপরই তাঁরা জানাতে পারবেন, সরকারের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি হিসাবে তাঁরা মেনে নেবেন কি না।

ওই সূত্র আরও জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী নির্দিষ্ট করতে পারেনি এনডিএ জোট। শীঘ্রই, এই বিষয়ে এনডিএ-র সব কয়টি শরিক দলকে নিয়ে বৈঠক করা হবে। সেখানেই প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হবে। তার আগে বিজেপি সংসদীয় বোর্ডও বৈঠক করতে পারে। চলতি মাসের শেষেই জি-৭ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে জার্মানী সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ থেকে ২৮ জুন সেই দেশে থাকবেন তিনি। দলীয় সূত্রে খবর, তার আগেই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলবে গেরুয়া শিবির।

বুধবার, নয়া দিল্লির সংবিধান ক্লাবে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী ঠিক করতে বৈঠক করেছেন বিরোধী দলের নেতারা। মোট ২২টি দলের শীর্ষনেতাদের আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, শেষ পর্যন্ত ১৭টি দলের প্রতিনিধিরা যোগ দেন। বিজেডি, টিআরএস, আপ-এর মতো বেশ কয়েকটি বিরোধী দল এই বৈঠক এড়িয়ে গিয়েছেন। তবে, এদিনের বৈঠকে বিরোধীরা কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি। গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল শরদ পওয়ারের নাম নিয়ে। তবে, এদিন বৈঠকে এনসিপি প্রধান নিজেই প্রার্থী হতে অস্বীকার করেন। সূত্রের খবর, বিকল্প নাম হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ন্য়াশনাল কনফারেন্স দলের নেতা আবদুল্লা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেছেন। শীঘ্রই, রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে আরও এক বৈঠকে মিলিত হবেন এই ১৭ দলের নেতারা।

 

Next Article