Presidential Election 2022 Results Live: ‘দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি-নির্বাচিত’, ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বিপুল জয়

| Edited By: | Updated on: Jul 21, 2022 | 11:27 PM

Presidential Polls 2022 Live Counting Updates: আজ সকাল ১১টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন।

Presidential Election 2022 Results Live: 'দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি-নির্বাচিত', ৬৪ শতাংশের বেশি ভোট পেয়ে বিপুল জয়
নিজস্ব চিত্র

আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা ও ফল প্রকাশের দিন। দেশের সবথেকে বড় ভোট উৎসব, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ১৮ জুলাই। আজ, ২১ জুলাই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। দেশের ১৫ তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন দুইজন, এনডিএ মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু ও ব বিরোধী দলগুলির যৌথভাবে মনোনীত প্রার্থী যশবন্ত সিনহা। গত ১৮ জুলাই-ই সংসদে ও প্রতিটি রাজ্যের বিধানসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। আগামী ২৫ জুলাই শপথগ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 21 Jul 2022 10:41 PM (IST)

    বিপুল জয় দ্রৌপদীর

    ৬৪ শতাংশেরও বেশি বৈধ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু। শেষ পর্যন্ত তিনি মোট ৬,৭৬,৮০৩ মূল্যের ভোট পেলেন।

  • 21 Jul 2022 10:26 PM (IST)

    রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল

    এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে আনুষ্ঠানিকভাবে দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হল।
  • 21 Jul 2022 10:21 PM (IST)

    দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি-নির্বাচিত

    গণনার শেষে রাষ্ট্রপতি নির্বাচনের মুখ্য রিটার্নিং অফিসার তথা রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পিসি মোদী বললেন, ‘যশবন্ত সিনহা ১,৮৭৭টি প্রথম পছন্দের ভোট পেয়েছেন, যার মূল্য ৩,৮০,১৭৭। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত প্রথমপছন্দের ভোট, প্রয়োজনীয় কোটার থেকে বেশি। তাই, রিটার্নিং অফিসার হিসাবে আমি আমার ক্ষমতাবলে ঘোষণা করছি যে, তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।’

  • 21 Jul 2022 08:42 PM (IST)

    ভাবিকে অভিনন্দন বর্তমানের

    দেশের ভাবি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

  • 21 Jul 2022 08:36 PM (IST)

    ‘অসামান্য রাষ্ট্রপতি হবেন’: প্রধানমন্ত্রী মোদী

    দিল্লিতে দ্রৌপদী মুর্মুর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি টুইটারে বলেছেন, ‘শ্রীমতী দ্রৌপদী মুর্মু একজন অসামান্য বিধায়ক এবং মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। আমি নিশ্চিত তিনি একজন অসামান্য রাষ্ট্রপতি হবেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং ভারতের উন্নয়ন যাত্রাকে শক্তিশালী করবেন।’

  • 21 Jul 2022 08:32 PM (IST)

    হার মানলেন যশবন্ত

    তৃতীয় রাউন্ডের গণনার পরে, পরাজয় স্বীকার করে নিয়ে দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা।

  • 21 Jul 2022 08:12 PM (IST)

    অনেক পিছনে যশবন্ত সিনহা

    বিরোধী দলের যৌথ প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২ লাখ ৬১ হাজার ৬২টি ভোট।

  • 21 Jul 2022 08:05 PM (IST)

    তৃতীয় রাউন্ডেই ৫০ শতাংশের মাইলফলক পার করলেন দ্রৌপদী

    গণনার তৃতীয় রাউন্ডেই অর্ধেকের বেশি ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয় পাওয়া নিশ্চিত করলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লক্ষ ৪৩ হাজারের বেশি ভোট। তৃতীয় রাউন্ডের গণনার শেষে দ্রৌপদী পেলেন ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ ভোট।

  • 21 Jul 2022 06:05 PM (IST)

    দ্বিতীয় রাউন্ডেও এগিয়েও মুর্মু

    ভোট গণনার দ্বিতীয় রাউন্ডে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু এগিয়ে রয়েছেন। ১০ রাজ্যের বিধায়ক-সাংসদের ভোট দ্বিতীয় রাউন্ডে গণনা করা হয়েছে। ১ হাজার ১৩৮ জন বিধায়কের মধ্যে দ্বিতীয় রাউন্ডে ৮০৯ জন মুর্মুকে এবং ৩২৯ জন যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন।

  • 21 Jul 2022 02:54 PM (IST)

    প্রথম রাউন্ডে এগিয়ে মুর্মু, বাতিল ১৫টি ভোট

    রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম রাউন্ডের গণনার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গণনা শেষে এগিয়ে রয়েছেন এন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডের শেষে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০, অন্য়দিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা ২০৮টি ভোট পেয়েছেন। দ্রৌপদী প্রাপ্ত ভোটের মূল্য  ৩ লক্ষ ৭৮ হাজার, অন্যদিকে যশবন্তের প্রাপ্ত ভোটের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ৬০০

  • 21 Jul 2022 01:43 PM (IST)

    চলছে রাষ্ট্রপতি নির্বাচনের গণনা

    সংসদ ভবনের বিশেষ কক্ষে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা।

  • 21 Jul 2022 12:58 PM (IST)

    প্রথম আদিবাসী রাষ্টপতি পেয়ে দেশ গর্বিত হবে: রিজিজু

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে। দেশের শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, “শুধুমাত্র আদিবাসীরা নয় দেশের প্রথম জনজাতি রাষ্ট্রপতি পেয়ে দেশের সকলেই গর্বিত। আমি জানি আদিবাসী নেতারা দ্রৌপদীকে শুভেচ্ছা জানাতে দিল্লি আসছেন।”

  • 21 Jul 2022 12:56 PM (IST)

    খোলা হচ্ছে ব্যালট বাক্স

    সংসদে শুরু হল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। খোলা হচ্ছে একের পর এক ব্যালট বাক্স।

  • 21 Jul 2022 12:39 PM (IST)

    ফল বেরোনোর আগেই দ্রৌপদীর গ্রামে উচ্ছ্বাস

    ভুবনেশ্বর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থিত ওড়িশার উপারবেদা গ্রামে রাষ্ট্রপতি ভোটের ফল প্রকাশের আগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আমেজ ধরা পড়েছে। এই গ্রামেই ছোট থেকে বড় হয়েছেন দ্রৌপদী মুর্মু।

  • 21 Jul 2022 12:13 PM (IST)

    চলছে লোকসভা-রাজ্যসভার ভোট গণনা

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে সকাল ১১টা থেকে। বর্তমানে লোকসভা ও রাজ্যসভার সাংসদের ভোট গণনা করা হচ্ছে। এই গণনা শেষ হলে বিভিন্ন রাজ্যের বিধানসভার বিধায়কদের ভোট গণনা করা হবে।

  • 21 Jul 2022 12:00 PM (IST)

    সংসদের গণনা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ব্যালট বক্স। বিভিন্ন রাজ্য় বিধানসভার ব্যালট বক্স সংসদে নিয়ে আসা হয়েছে। এই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না, ব্যালটেই ভোট দেন বিধায়ক-সাংসদরা।

  • 21 Jul 2022 11:27 AM (IST)

    শুরু ভোট গণনা

    সকাল ১১টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে রয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দ্রৌপদী রাষ্ট্রপতি হলে নতুন এক নজির তৈরি হবে, এই প্রথম দেশ এমন এক রাষ্ট্রপতি পাবে যিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছেন।

  • 21 Jul 2022 11:21 AM (IST)

    কড়া নিরাপত্তা সংসদে

    সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। সকাল ১১টা থেকে শুরু হয়েছে গণনা। তার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা সংসদ চত্বর।

  • 21 Jul 2022 09:52 AM (IST)

    মুর্মুর গ্রামে তৈরি মিষ্টি

    পরবর্তী রাষ্ট্রপতি হবেন তাঁদের গ্রামের মেয়েই, আশাবাদী ওড়িশার রায়রংপুরের বাসিন্দারা। সেই কারণেই আগেভাগেই মিষ্টি তৈরি করে রেখেছেন তারা। রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ হলেই শুরু হবে মিষ্টিমুখ করানো।

  • 21 Jul 2022 08:42 AM (IST)

    দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী

    আপাতত দিল্লিতেই রয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 21 Jul 2022 07:29 AM (IST)

    ২৫ জুলাই শপথগ্রহণ

    আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও, নতুন রাষ্ট্রপতি আগামী ২৫ জুলাই শপথগ্রহণ করবেন।

  • 21 Jul 2022 07:28 AM (IST)

    ২৪ জুলাই অবসর নেবেন রামনাথ কোবিন্দ

    বিগত পাঁচ বছর ধরে দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ। আগামী ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাঁর। ওনার জায়গায় উত্তরসূরি কে হবেন, তা জানা যাবে আজই।

  • 21 Jul 2022 07:24 AM (IST)

    সংসদের ৬৩ নং কক্ষেই হবে গণনা

    সংসদ ভবনেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা হবে। সংসদের ৬৩ নম্বর কক্ষকে গণনা কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখানেই রাখা আছে ব্যালট বাক্সগুলি। ওই কক্ষ ও তার আশপাশের অংশকে সাইলেন্ট জ়োন হিসাবেও ঘোষণা করা হয়েছে।

  • 21 Jul 2022 07:22 AM (IST)

    সংসদ ভবনে পৌঁছেছে ব্যালট বাক্স

    সংসদের পাশাপাশি প্রতিটি রাজ্যের বিধানসভাতেও ভোটগ্রহণ হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। ভোটগ্রহণের পরেরদিনই বিমানে কড়া নিরাপত্তায় দিল্লিতে আনা হয় সেই ব্যালট বাক্সগুলি।

  • 21 Jul 2022 07:20 AM (IST)

    আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলপ্রকাশ

    আজ প্রকাশিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল। দ্রৌপদী মুর্মু নাকি যশবন্ত সিনহা, দেশের আগামী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা জানা যাবে আজই।

Published On - Jul 21,2022 7:09 AM

Follow Us: