নয়া দিল্লি: মোদী মন্ত্রিসভার তৃতীয় টার্মে কে কোন মন্ত্রক পাবে, সোমবার সকাল থেকেই সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মন্ত্রিসভায় প্রধান চার মন্ত্রককে কোনও পরিবর্তন আসছে না। অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং ফের একবার পেলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। অর্থমন্ত্রক থাকছে নির্মলা সীতরমনের হাতেই। মোদীর নতুন মন্ত্রিসভায় এবারও বিদেশমন্ত্রী এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণবকে ফের একবার রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।
বাংলা থেকে দুই সাংসদকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। একনজরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে এলেন। নিতিন গডকরিকে এবারও করা হয়েছে সড়ক পরিবহণ মন্ত্রী। অতীতে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকা জে পি নাড্ডাকে এবারও স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে। এর আগে মোদীর টার্মে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। শিবরাজ সিং চৌহানকে করা হয়েছে কৃষিমন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী। মনোহর লালকে দেওয়া হয়েছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।
বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব পেয়েছেন পীয়ূষ গোয়েল। ধর্মেন্দ্র প্রধানকে এবারও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব। ধর্মেন্দ্রর ডেপুটি হিসেবে নতুন মন্ত্রিসভায় কাজ করবেন সুকান্ত মজুমদার। টেক্সটাইল মন্ত্রকের দায়িত্বে থাকছেন গিরিরাজ সিং। প্রহ্লাদ যোশীকে এবার দেওয়া হয়েছে উপভোক্তা, গণবণ্টন মন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব। মোদীর নতুন মন্ত্রিসভায় মোট ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকছেন পাঁচ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ৩৬ জন।
৩০ জন ক্যাবিনেট মন্ত্রীর কে কোন দায়িত্বে-