Priyanka Gandhi Vadra: নর্মদা পুজো করেই মধ্য প্রদেশে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রিয়ঙ্কা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 12, 2023 | 4:02 PM

Madhya Pradesh Assembly Election: ২০১৮ সালে তৎকালীন সাংসদ রাহুল গান্ধী নর্মদা নদে পুজো দিয়েই মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই নির্বাচনে কংগ্রেস জয়ীও হয়েছিল।

Priyanka Gandhi Vadra: নর্মদা পুজো করেই মধ্য প্রদেশে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রিয়ঙ্কা
নর্মদা নদের পুজো দিয়ে মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু প্রিয়ঙ্কা গান্ধী বঢরার।

Follow Us

জব্বলপুর: চলতি বছরেই মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh assembly election)। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)-র পাশাপাশি হিমাচল প্রদেশ এবং কর্নাটকের দখল নেওয়ার পর এখন অনেকটাই আত্মবিশ্বাসী কংগ্রেস। তবে নির্বাচনী প্রচারে কোনও খামতি রাখতে নারাজ কংগ্রেস হাইকম্যান্ড। তাই সোমবার সকালে এক বড় ব়্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন খোদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। বলা যায়, এই ব়্যালির মধ্য দিয়েই নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন প্রিয়ঙ্কা। তাই এদিন সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথকে (Kamal Nath) সঙ্গে নিয়ে নর্মদা নদের পুজো দিয়েই ভোট-প্রচারেরর দামামা বাজালেন তিনি।

এদিন সকালে জব্বলপুর শহরেই ব়়্যালির মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ব়্যালি শুরুর আগে নর্মদার গৌরীঘাটে পুজো দেন তিনি। নর্মদা আরতিও করেন। তাঁর সঙ্গে ছিলেন কমল নাথ সহ মধ্যপ্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিন প্রিয়ঙ্কার নর্মদা-পুজো ৫ বছর আগের কথা স্মরণ করিয়ে দেয়। ২০১৮ সালে তৎকালীন সাংসদ রাহুল গান্ধী নর্মদা নদে পুজো দিয়েই মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। সেই নির্বাচনে কংগ্রেস জয়ীও হয়েছিল। এবারেও যে বর্তমানে কংগ্রেসের ‘পাখির চোখ’ মধ্যপ্রদেশ, তা এদিন প্রিয়ঙ্কার নর্মদা পুজো করে নির্বাচনী প্রচার শুরু করার ঘটনাতেই স্পষ্ট। প্রিয়ঙ্কা গান্ধী বঢরার নর্মদা নদ পুজো করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিন গৌরীঘাটে পুজো দিয়ে কমল নাথকে সঙ্গে নিয়েই জব্বলপুরে ব়্যালি করেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ব়্যালি শেষে কর্মসংস্থান থেকে দুর্নীতি- বিভিন্ন ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন তিনি। রাজ্যে কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরে প্রিয়ঙ্কার তোপ, গত ৩ বছরে রাজ্যে মাত্র ২১টি চাকরি দিয়েছে বিজেপি সরকার। গত ১৮ বছর ধরে মধ্য প্রদেশের মানুষকে ব্যবহার করে আসছে। এপ্রসসঙ্গে জনগণের প্রতি তাঁর প্রশ্ন, গত ৩ বছরে আপনাদের জীবনযাত্রার মান কি উন্নত হয়েছে। হিমাচল প্রদেশ, কর্ণাটকের প্রসঙ্গ তুলে কটাক্ষের সুরে প্রিয়ঙ্কা বলেন, বিজেপি ভোটের আগে বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটের পর কিছুই পূরণ করে না। হিমাচল, কর্নাটকের মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। তিনি আরও বলেন, কর্নাটকে ভোট প্রচারের সময় বিজেপি বলেছিল, কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, ক্ষমতায় আসার পর সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ হতে শুরু করেছে।

প্রসঙ্গত, জব্বলপুর এলাকাটি মহাকোষ অঞ্চলের মধ্যে পড়ে। যেখানে অধিকাংশ ভোটার আদিবাসী। ২০১৮ সালে তফশিলি জাতি-উপজাতি অধ্যুষিত কেন্দ্রগুলি থেকেই ভাল ফল করেছিল কংগ্রেস। যদিও দু-বছর পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২২ বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগদান করেন। ফলে কংগ্রেস সরকার পড়ে যায়। তাই এবার ফের শূন্য থেকে শুরু করতে সেই আদিবাসী অধ্যুষিত এলাকা থেকেই প্রিয়ঙ্কা গান্ধী ভোট প্রচার শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

Next Article