প্রভাবশালী বাবার জোরেই সংশোধনাগারে পিৎজা? পোর্সে দুর্ঘটনায় চালকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা কিশোরের

ঈপ্সা চ্যাটার্জী |

May 24, 2024 | 3:07 PM

Pune Porsche Case: পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত কিশোরকে 'ভিআইপি ট্রিটমেন্ট' দেওয়ারও অভিযোগ উঠেছে। হেফাজতেই তাঁর জন্য পিৎজা, বার্গারের ব্যবস্থা করছে পুলিশ, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। 

প্রভাবশালী বাবার জোরেই সংশোধনাগারে পিৎজা? পোর্সে দুর্ঘটনায় চালকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা কিশোরের
এই গাড়িটিই ধাক্কা মারে।
Image Credit source: Twitter

Follow Us

পুণে: পোর্সে গাড়ি দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। মদ্যপ হলেও, সজ্ঞানেই চালকের কাছ থেকে স্টিয়ারিং কেড়ে নিয়েছিল ১৭ বছরের যুবক। তাঁর গাড়িতে ধাক্কা লেগেই মৃত্যু হয় দুই যুবক-যুবতীর। কিন্তু পুলিশে মামলা দায়ের হতেই চালকের উপরে চাপ সৃষ্টি করা হয়। দুর্ঘটনার দায় স্বীকার করতে বলা হয় তাঁকে।

গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে পুণের দুর্ঘটনা। আড়াই কোটি টাকার পোর্সে গাড়ি দিয়ে দুই তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীকে চাপা দেয় ১৭ বছরের কিশোর। দুর্ঘট নাবালক হওয়ায় কিশোরকে গ্রেফতার করা হয়নি। প্রথমে তাঁকে কেবল পথ দুর্ঘটনার উপরে রচনা লেখার শাস্তি দিয়েই জামিন দেওয়া হয়েছিল। প্রভাবশালী পরিবারের ছেলে হওয়াতেই শাস্তি থেকে ছাড় পেয়ে যাচ্ছে কিশোর, এই অভিযোগ উঠতেই পুলিশ জামিন বাতিল করে। সংশোধনাগারে পাঠানো হয় কিশোরকে।

ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত কিশোরকে ‘ভিআইপি ট্রিটমেন্ট’ দেওয়ারও অভিযোগ উঠেছে। হেফাজতেই তাঁর জন্য পিৎজা, বার্গারের ব্যবস্থা করছে পুলিশ, এমনটাই অভিযোগ। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

এ দিন পুণের পুলিশ কমিশনার অমিতেষ কুমার জানান, পোর্সে দুর্ঘটনায়, যেখানে দুইজনের চাপা পড়ে মৃত্যু হয়েছে, সেই দুর্ঘটনার দায় চালকের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যখন গাড়িটি বাইকে ধাক্কা মেরেছিল, তখন কিশোর সজ্ঞানে ছিল।  সিসিটিভি ফুটেজেও কিশোরকেই গাড়ি চালাতে দেখা গিয়েছে। পাবের সিসিটিভি-তেও কিশোরকে মদ্যপান করতে দেখা গিয়েছে।

Next Article