চণ্ডীগঢ়: সমঝোতায় রাজি হলেও ক্ষমা না চাওয়া অবধি নভজ্যোত সিং সিধুর মুখোমুখি হতে নারাজ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ক্ষমতা নিয়ে দুই প্রতিপক্ষের টানাপোড়েনের মাঝেই পঞ্জাবের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উপর যে একের পর এক অভিযোগ এনেছিলেন সিধু, তার জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে অমরিন্দর সিং দেখা করবেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ট রবীন ঠুকরাল।
পঞ্জাব প্রধানের দায়িত্ব পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন সিধু, এই জল্পনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার রাতেই রবীন ঠুকরাল জানান, সোশ্যাল মিডিয়ায় সিধু যে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তারজন্য ক্ষমা না চাওয়া অবধি মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করবেন না।
Reports of @sherryontop seeking time to meet @capt_amarinder are totally false. No time has been sought whatsoever. No change in stance… CM won’t meet #NavjotSinghSidhu till he publicly apologises for his personally derogatory social media attacks against him. pic.twitter.com/VBvGzUsZe6
— Raveen Thukral (@RT_MediaAdvPBCM) July 20, 2021