Raghav Chaddha’s wedding: ‘এই আম আদমির নমুনা?’ রাঘব চাড্ডার বিয়ের খরচ নিয়ে প্রশ্ন ইন্ডিয়া জোটেই

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 24, 2023 | 7:56 PM

Raghav Chaddha's wedding cost: রবিবার (২৪ সেপ্টেম্বর), রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিয়ে করলেন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। সব মিলিয়ে তাঁদের বিয়েতে ঠিক কত অর্থ খরচ হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, বিবাহিত জীবনের প্রথম রাত কাটাবেন যে ঘরে, সেই ঘরের প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা!

Raghav Chaddhas wedding: এই আম আদমির নমুনা? রাঘব চাড্ডার বিয়ের খরচ নিয়ে প্রশ্ন ইন্ডিয়া জোটেই
বিয়ের খরচ নিয়ে অস্বস্তিতে আপ সাংসদ
Image Credit source: Twitter

Follow Us

উদয়পুর: বিয়ে করলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলি অভিনেত্রী পরিনীতি চোপড়া। আর এই বিয়েকে কেন্দ্র করে ‘ইন্ডিয়া’ জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিবাহের বিপুল খরচ নিয়ে বর্তমানে ভারতের কণিষ্ঠতম সাংসদকে বিঁধলেন পঞ্জাবের কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি প্রশ্ন তুলেছেন, “এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?” রবিবার (২৪ সেপ্টেম্বর), রাজস্থানের উদয়পুরে এক বিলাসবহুল হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আপ নেতা এবং বলি অভিনেত্রী। গত তিন-চারদিন ধরে বিয়ের বিভিন্ন অনুষ্ঠান চলছে। সব মিলিয়ে তাঁদের বিয়েতে ঠিক কত অর্থ খরচ হচ্ছে, তা এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, উদয়পুরের ওই বিলাসবহুল হোটেলের যে ঘরে বিবাহিত জীবনের প্রথম রাত কাটাবেন ‘রাঘনীতি’, সেই স্যুটে থাকার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা!

এদিন, সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরে, কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। এই তথ্য জানিয়ে, সুখপাল সিং খইরা জানিয়েছেন, পরিনীতি চোপড়ার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরুর জন্য রাঘব চাড্ডাকে তিনি শুভকামনা জানাচ্ছেন। কিন্তু, তাঁর মতো আম আদমি, যিনি ২.৪৪ লক্ষ আয়কর রিটার্ন দাখিল করেন, তিনি এক রাতের জন্য ১০ লক্ষ টাকা খরচ করে এক সাততারা হোটেলে এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন কীভাবে করলেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। সুখপাল সিং খইরা বলেছেন, “একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের বিপুল খরচ তিনি কীভাবে করলেন, তা তাঁকে জানাতে হবে। তাঁর বসদেরও, অর্থাৎ, অরবিন্দ কেজরীবাল এবং ভগবন্ত মানকেও এর দায়িত্ব নিতে হবে। এরা যদি আম আদমি হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?”


উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বসেছে এই বিবাহ বাসর। বিয়ের যাবতীয় আচার অনুষ্ঠান এই হোটেলেই সম্পন্ন হয়েছে। শুক্রবারই উদয়পুরে এসে পৌঁছন রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। সিনেমা এবং রাজনীতির জগতের বহু তারকা উপস্থিত ছিলেন এই বিবাহে। সূত্রের খবর, পরিনীতির দিদি তথা বলি-হলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলরাও উপস্থিত ছিলেন বিবাহের অনুষ্ঠানে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগ, ইন্ডিয়া জোটের উপর কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার। ইতিমধ্যেই কিন্তু আপের পঞ্জাব ইউনিট জানিয়ে দিয়েছে, পঞ্জাবে কংগ্রেসকে একটিও আসন ছাড়তে রাজি নয় তারা।

Next Article