চণ্ডীগঢ়: চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। শুক্রবারই এই জল্পনা ছড়িয়েছিল। শনিবার, বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিজেপির এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র প্রার্থী করা হতে পারে ক্যাপ্টেনকে। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও, এদিন এই ইঙ্গিতই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। গত বছরই তিনি কংগ্রেস ছেড়েছিলেন। প্রসঙ্গত, আগামী ৬ অগাস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন, ওই দিনই হবে ভোটগণনা। সূত্রের খবর, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে উপরাষ্ট্রপতি পদের জন্য এনডিএ জোট তাদের নাম ঘোষণা করতে পারে।
পিঠে অস্ত্রোপচারের জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন অমরিন্দর সিং। রবিবার অস্ত্রোপচারের পর পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই তাঁর সদলবলে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না বলা হলেও, পঞ্জাব বিজেপির বিশিষ্ট নেতা হারজিৎ সিং গ্রেওয়ালের দাবি, সপ্তাহ দুয়েক পর দেশে ফিরবেন ক্যআপ্টেন অমরিন্দর। এরপরই তাঁর দল পঞ্জাব লোক কংগ্রেস, বিজেপিতে মিশে যাবে। অমরিন্দর সিং উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হলে, দুই দলের মিশে যাওয়ার প্রক্রিয়ায় ক্যাপ্টেনের দলের নেতৃত্ব দেবেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রণিত কওর। যদিও, পাতিয়ালার সাংসদ প্রণীত এখনও কংগ্রেসেই রয়েছেন।
পাতিয়ালা রাজপরিবারের বংশধর ক্যাপ্টেন অমরিন্দর সিং। গত পাঁচ দশক ধরে তিনি জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। দুইবার পঞ্জাবের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি। গত বছর পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং সনিয়া গান্ধীকে একটি সাত পাতার চিঠি লিখে দলও ছেড়ে দিয়েছিলেন অমরিন্দর। আসলে, এই ঘটনার আগে প্রায় এক বছর ধরে পঞ্জাব কংগ্রেসের নেতৃত্ব নিয়ে তাঁর সঙ্গে দ্বন্দ্ব চলছিল নভজোৎ সিং সিধুর। নির্বাচনের আগে তৎকালীন প্রদেশ কংগ্রেস প্রধান সিধু, মুখ্যমন্ত্রী পদে বদল চেয়েছিলেন। তার আগে প্রায় এক বছর ধরে দুই নেতার তুমুল দ্বন্দ্বের সাক্ষী হয়েছিল, পঞ্জাব কংগ্রেস।
অবস্থা চরমে পৌঁছয়, গত বছর সেপ্টেম্বরে। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে ছাড়াই, তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছিল কংগ্রেস। এরপরই পদত্যাগের রাস্তায় হেঁটেছিলেন ‘অপমানিত’ অমরিন্দর। পরে ‘পঞ্জাব লোক কংগ্রেস’ নামে নিজের নতুন দল গঠন করেন। ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সুখদেব সিং ধীন্ডসার নেতৃত্বাধীন শিরোমণি অকালি দল (সানিউক)-এর সঙ্গে জোট বেঁধে লড়েছিল ‘পঞ্জাব লোক কংগ্রেস’। তবে, একজন প্রার্থীও জিততে পারেনি। অমরিন্দর সিং নিজেও তাঁর ঘরের আসন পাতিয়ালা শহর কেন্দ্র থেকে পরাজিত হন।
বর্তমান উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। তার চারদিন আগেই হবে ভারতের ষোড়শ উপ-প্রেসিডেন্ট নির্বাচন। লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সদস্যরাই এই নির্বাচনে ভোট দিতে পারবেন। দুই কক্ষেই বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের সংখ্য়াগরীষ্ঠতা থাকায়, এই নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীরই জয়ের সম্ভাবনা উজ্জ্বল।