নয়া দিল্লি: একপ্রকার জোর করেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল অমরিন্দর সিং(Amarinder Singh)-কে। তারপরই দলে আর থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)-র সঙ্গে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পরই জল্পনা শুরু হয়েছে বিজেপি(BJP)-তে যোগ দেওয়ার। এরই মধ্যে শোনা গেল, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র সঙ্গে দেখা করতে পারেন তিনি। বিজেপিতে যোগ দিলে তাঁকে মন্ত্রিসভায় জায়গাও দেওয়া হতে পারে, এমনটাই সূত্রের দাবি।
আগামী বছরের শুরুতেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন, তার আগেই কংগ্রেস ছাড়ার পরিকল্পনা করছেন অমরিন্দর সিং, এমনটাই সূত্রের খবর। নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও তাঁকে যে অপমান করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে, তা ভালভাবেই বুঝিয়ে দিয়েছেন অমরিন্দর সিং। তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, এই নিয়ে জল্পনার মাঝেই গতকাল রাতে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে দেখা যায়। ৪৫ মিনিট দীর্ঘ সেই বৈঠক ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
অমরিন্দর সিং বিজেপিতে যোগদান জল্পনা উড়িয়ে দিলেও সূত্রের দাবি, বৃহস্পতিবারই তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন। সেখান থেকেই তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্যও নিয়ে যাওয়া হতে পারে।
সূত্র মারফত জানা গিয়েছে, অমরিন্দর যদি বিজেপিতে যোগ দেন, তবে মন্ত্রিসভায় তাঁকে জায়গা দেওয়া হতে পারে। কৃষিনির্ভর রাজ্য পঞ্জাব থেকে আসায় তাঁকে সম্ভবত কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর পদই দেওয়া হতে পারে। যদি অমরিন্দর বিজেপিতে নাও যোগদান করেন, তবে আলাদা দল তৈরি করতেও সাহায্যের আশ্বাস দিয়েছে বিজেপি, এমনটাই জানা গিয়েছে।
গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অমরিন্দর সিং টুইটে জানান, অমিত শাহের সঙ্গে কৃষি আইন ও কৃষক আন্দোলন নিয়ে কথা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন কৃষি আইন প্রত্যাহার করে ও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে কেন্দ্র যেন দীর্ঘ সময় ধরে চলা এই সমস্য়ার দ্রুত সমাধান করে। সূত্রের দাবি, কৃষি আইন ছাড়াও পঞ্জাবের সুরক্ষা প্রসঙ্গেও এনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য হওয়ায় এর আগেও মুখ্য়মন্ত্রী থাকাকালীন অমরিন্দর সিং একাধিকবার রাজ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সম্প্রতিই নভজ্যোত সিং সিধু পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পরও তিনি বলেছিলেন, “পঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যের দায়িত্ব সামলানোর জন্য উপযুক্ত নন সিধু।”
এ দিকে, অমরিন্দর সিংয়ের মিডিয়া পরামর্শদাতা রবীন ঠুকরাল বলেন, “ওনার (অমরিন্দর সিং) দিল্লি সফর নিয়ে অতিরিক্ত আলোচনা হচ্ছে। উনি ব্যক্তিগত কাজে দিল্লি গিয়েছেন। সেখানে কয়েকজন সতীর্থের সঙ্গে দেখা করবেন এবং কপুরঠালার বাড়িটি ফাঁকা করে দিয়ে আসবেন। এই সফর ঘিরে এত জল্পনার কোনও প্রয়োজন নেই। ”
আরও পড়ুন: Congress: একফোটাও সমঝোতা করতে নারাজ সিধু, ‘প্ল্যান-বি’ হিসাবে উঠে আসছে সুনীল জাকরের নামই