নয়া দিল্লি: কোথাও যাচ্ছেন না সিধু, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ তিনিই সামলাবেন, বৃহস্পতিবার এমনটাই জানালেন কংগ্রেস নেতার পরামর্শদাতা। আসন্ন বিধানসভা নির্বাচনেও তিনি দলকে নেতৃত্ব দেবেন, এ কথাও জানিয়েছেন তিনি। এদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)-ও। আজ দুপুরে নভজ্যোত সিং সিধু(Navjot Singh Sidhu)-কে আলোচনার জন্য ডেকেছেন বলে সূত্রের খবর।
কংগ্রেস(Congress)-র অন্তর্কলহ নিয়েই উথালপাথাল গোটা পঞ্জাব (Punjab)। চলছে একের পর এক ইস্তফার পালা। প্রথমেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং (Amarinder Singh)। এক সপ্তাহ কাটতে না কাটতেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন অমরিন্দরের প্রতিপক্ষ নভজ্যোত সিং সিধু। সূত্রের দাবি, নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে তিনি সন্তুষ্ট নন। পঞ্জাবের মন্ত্রিসভায় নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মধ্যেও বেশ কয়েকজনকে নিয়ে অখুশি সিধু। এই ক্ষোভেই তিনি মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন।
সিধুর ইস্তফায় চমকে গিয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর মতো শীর্ষ নেতৃত্বও। দলের তরফে একাধিকবার সিধুকে ইস্তফা প্রত্যাহার করারও অনুরোধ করা হয়। কিন্তু গতকালই সিধু একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, তিনি নিজের মতাদর্শের সঙ্গে কোনও প্রকার সমঝোতা করতে পারবেন না। তাঁর শর্তগুলি মানা হলে তবেই তিনি নিজের সিদ্দান্ত নিয়ে চিন্তাভাবনা করবেন।
সিধুর এই বার্তার পরই তার বিকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে কংগ্রেস। দুইবারের বিধায়ক কুলজিৎ সিং নাগরা, সাংসদ রভনীত সিং বিট্টু ও সুনীল জাকরের নাম উঠে এসেছে পঞ্জাবের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে। এদের মধ্যে সুনীল জাকরের নামই সবার আগে ছিল। কিন্তু সিধুর পরামর্শদাতার দাবিতে ফের বদলে গেল চিত্র।
এ দিন সকালেই নভজ্য়োত সিং সিধুর পরামর্শদাতা মহম্মদ মুস্তাফা বলেন, “এই সমস্যার শীঘ্রই সমাধান হয়ে যাবে। নভজ্যোত সিং সিধুই পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করবেন। কংগ্রেস নেতৃত্ব নভজ্যোত সিং সিধুকে ভালভাবে বোঝেন। উনি তো কংগ্রেসের শীর্ষ নেতাদের উপরে নিজেকে মনে করেন না। উনি অমরিন্দর সিং নন, যিনি কংগ্রেস ও শীর্ষনেতৃত্বদের কোনও দিন গুরুত্বই দেননি।” সিধুর আচমকা ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে মুস্তফা বলেন, “উনি মাঝেমধ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন।”
সূত্রের খবর, পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিকে নিয়েই অসন্তুষ্ট সিধু। এছাড়াও মন্ত্রিসভায় নতুন কয়েকজন মন্ত্রীদের নিয়েও খুশি নন তিনি। জানা গিয়েছে, গতকালই নতুন মুখ্যমন্ত্রী চন্নি সিধুকে ফোন করেছিলেন। কয়েক মিনিটের সেই ফোনালাপে তিনি নভজ্যোত সিং সিধুকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। দলের সমস্যা নিয়ে বাইরে ক্ষোভ প্রকাশ না করে, দলের অন্দরেই আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা বলেন তিনি। সূত্রের খবর, আজ দুপুর ৩টের সময় সিধুর সঙ্গে একান্ত বৈঠকে বসতে পারেন চরণজিৎ সিং চন্নি। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।