Government Employees: ৯টায় নয়, অফিস আসতে হবে সাড়ে সাতটায়, সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম মানের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 02, 2023 | 11:51 PM

এই নয়া সময়সূচিতে কেবল বিদ্যুৎ সাশ্রয় হবে না, আরও অনেক সুবিধা মিলবে।

Government Employees: ৯টায় নয়, অফিস আসতে হবে সাড়ে সাতটায়, সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম মানের
প্রতীকী ছবি।

Follow Us

চণ্ডীগঢ়: ৯টা-৫টার সরকারি চাকরির দিন শেষ। এবার সকাল সাড়ে ৭টাতেই ঢুকতে হবে অফিসে। তবে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হবে না। দুপুর ২টোতেই ছুটি মিলবে। অর্থাৎ ৮ ঘণ্টা নয়, সাড়ে ৬ ঘণ্টা হবে অফিস। তবে এই সময়ের মধ্যে টিফিন-বিরতি নেই। শুনতে অবাক লাগলেও এমনই নিয়ম চালু হচ্ছে পঞ্জাবে। মঙ্গলবার থেকেই এই নয়া নিয়ম চালু হল বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

সমস্ত রাজ্য সরকারি অফিসেই কাজের নয়া সময়সূচি করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেন, রাজ্য সরকারের সমস্ত দফতরেই সকাল ৯টা থেকে বিকাল ৫টার বদলে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাজের সময় করা হচ্ছে। কোনও বিরতি, এমনকি টিফিনের সময়ও নেই। তবে সকালে অফিস শুরু হলেও এক ঘণ্টা কম কাজ করতে হবে।

সরকারি দফতরে কাজের এই নয়া সমসূচি চালু করার বিশেষ কারণও রয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, এই নয়া সময়সূচিতে কেবল বিদ্যুৎ সাশ্রয় হবে না, আরও অনেক সুবিধা মিলবে। এই নতুন সময়সূচিতে কাজ আগামী ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন তিনি। এর ফলে আড়াই মাসের সময়কালে আনুমানিক ৪০-৪২ কোটি টাকা সাশ্রয় হবে বলেও তাঁর দাবি।

এদিন নয়া সময়সূচির প্রথম দিন সাড়ে ৭টার আগে, সকাল ৭টা ২৮ মিনিটে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সেক্রেটারিয়েট অফিসে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন। সকাল থেকে কাজ শুরু হলে কর্মীরা একেবারে ফ্রেশ মুডে কাজ শুরু করতে পারবেন এবং এটি কর্মী থেকে সরকার- সবকলেই লাভবান হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

Next Article