নজরকাড়া টিফিন বাক্সে রাখা আইইডি বিস্ফোরক! ড্রোনের সাহায্যে সীমান্ত পার থেকে হামলার সন্দেহ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 09, 2021 | 3:22 PM

এক গ্রামবাসী ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ঘটনাস্থানে যান। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এরপরই ওই ব্যক্তি পুলিশে খবর দেন।

নজরকাড়া টিফিন বাক্সে রাখা আইইডি বিস্ফোরক! ড্রোনের সাহায্যে সীমান্ত পার থেকে হামলার সন্দেহ
উদ্ধার হওয়া বোমা। ছবি:ANI

Follow Us

অমৃতসর: মাঝপথে পড়ে রয়েছে একটি ব্য়াগ, একের পর এক ফোমের মোডক সরিয়ে দেখা গেল তাতে রয়েছে একটি টিফিন বাক্স। সন্দেহজনক সেই টিফিন বাক্সটি খুলতেই দেখা গেল তাতে ভরা রয়েছে আরডিএক্স  (RDX) ভরা আইইডি  (IED) বিস্ফোরক। রবিবার পঞ্জাবের অমৃতসরের দালেক গ্রাম থেকে বিস্ফোরক বোঝাই ওই টিফিন বাক্সটি উদ্ধার করে পুলিশ।

বিস্ফোরক উদ্ধারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পঞ্জাবের ডিজিপি দিনকর গুপ্তা বলেন, “স্কুটার ও মিনিয়নের ছবি দেওয়া একটি খুব সুন্দর টিফিন বাক্সের ভিতর থেকে দুই-তিন কেজি আরডিএক্স মিশ্রিত আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে বিস্ফোরক ভারতের মাটিতে ফেলা হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই পঞ্জাব তথা ভারতে নাশকতা ঘটানোর চেষ্টা করছে সন্ত্রাসবাদীরা।”

Next Article