নয়া দিল্লি: রাজধানীর বুকেই উঠল মুসলিম বিরোধী স্লোগান। রবিবার দিল্লির যন্তর মন্তরে একটি মিছিলে বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার ভিডিয়ো ভাইরাল হতেই এফআইআর দায়ের করল পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, বিনা অনুমতিতেই এই মিছিলের আয়োজন করা হয়েছিল।
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির প্রাক্তন মুখপাত্র অশ্বীনী উপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। যদিও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ভিডিয়ো সম্পর্কে তিনি কিছুই জানেন না, তবে মিছিলে উপস্থিত পাঁচ-ছয়জন এমন কিছু স্লোগান দিয়েছেন, যা সঠিক নয়।
#Delhi Police has registered an FIR against unknown persons a day after Inflammatory and anti-Muslim slogans 'Mulle Kaate Jayenge' were howled at #JantarMantar in the National capital. Smart police couldn't recognize the culprits? pic.twitter.com/Q7Ah8mkwnt
— Naaved Bawa (Akhlad khan) (@BawaNaaved) August 9, 2021
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় একদল ব্যক্তিকে বলতে শোনা যায়, “হিন্দুস্থান মে রহনা গোয়া তো জয় শ্রী রাম কহেনা গোয়া (ভারতে থাকতে গেলে জয় শ্রী রাম বলতে হবে)।” এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ইতিমধ্যেই দিল্লি পুলিশের তরফে বিনা অনুমতিতে মিছিল ও বিদ্বেষমূলক স্লোগান দেওয়ার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিয়োটিতে যাদের দেখা গিয়েছে, তাদেরও চিহ্নিতকরণের চেষ্টা চলছে।
এ দিন সংসদেও এই বিষয়টি তুলে ধরেন এআইএমআইএম নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। লোকসভায় তিনি বলেন, “মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার করার মতো স্লোগান দেওয়া হচ্ছে, অথচ মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, “এই ধরনের গুন্ডাদের কারা প্রশয় দিচ্ছে? কারণ ওরা জানে তাদের পিছনে মোদী সরকার রয়েছে। গত ২৪ জুলাই কেন্দ্রের তরফে জাতীয় নিরপত্তা আইনে যে কাউকে আটক করার অধিকার দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। তারপরও দিল্লি পুলিশ চুপ করে বসে তামাশা দেখছে।”
ওয়াইসি আরও জানান, রবিবার দ্বারকায় হজ হাউস তৈরির বিরুদ্ধেও একটি মহা পঞ্চায়েতের আয়োজন করা হয়েছিল। সেখানেও বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়েছে। আরও পড়ুন: ‘চার দেওয়ালে বন্দি থেকে খারাপ হচ্ছে পারিবারিক সম্পর্কও’, স্কুল খোলার পক্ষেই সওয়াল সংসদীয় প্যানেলের