নয়া দিল্লি: করোনা সংক্রমণের জেরে প্রায় দেড় বছর ধরেই বন্ধ স্কুল-কলেজ। সংক্রমণ কিছুটা কমায় মাঝে একবার কয়েকটি রাজ্যে স্কুল খুললেও তা কয়েক সপ্তাহের মধ্যেই বন্ধ করে দিতে হয়। দীর্ঘ সময় ধরে গৃহবন্দি থাকায় শিশুদের মনেও প্রভাব পড়ছে, এ কথা বহুবার বলেছেন চিকিৎসক-মনোবিদরা। এ বার সংসদীয় প্যানেল(Parliamentary Panel)-র তরফেও জানানো হল, করোনা সংক্রমণের জেরে স্কুল বন্ধ থাকায় শিশুরা সশরীরে উপস্থিত থেকে পঠনপাঠন থেকে বঞ্চিত হচ্ছে, তার প্রভাব এড়িয়ে যাওয়া যায় না। স্কুল খুললে ছাত্রছাত্রীদেরই উপকার হবে।
সংসদীয় কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, “বিগত এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকার জেরে পড়ুয়াদের উপর গুরুতর প্রভাব পড়েছে। বিশেষ করে তাদের মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়েছে। স্কুল না খোলায় যে ক্ষতি হচ্ছে, তা এড়ানো সম্ভব নয়।চার দেওয়ালের মধ্যে বন্দি থাকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে পারছে না পড়ুয়ারা, প্রভাব পড়ছে মা-বাবার সঙ্গে সম্পর্কেও।”
কমিটির তরফে জানানো হয়, শিক্ষাব্যবস্থায় বৈষম্য করোনা সংক্রমণের আগে থেকেই ছিল। কিন্তু লকডাউনের কারণে সেই বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে। যে সমস্ত পড়ুয়াদের আর্থিক সামর্থ্য নেই, তাদের পঠনপাঠনে ব্যপক প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে দাড়িয়ে স্কুল খুলে দেওয়ার প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠছে।
জুলাইয়ের শেষ ভাগ থেকেই একাধিক রাজ্যে স্কুল খুলে দেওয়া হয়েছে। পঞ্জাব, ওড়িশা সহ একাধিক রাজ্যে নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খোলা হয়েছে। তবে প্রাথমিক পড়ুয়াদের এখনও অনলাইন ক্লাসেই আবদ্ধ থাকতে হচ্ছে। রাজ্যেও পুজোর পর থেকে স্কুল খোলার পরিকল্পনা করা হচ্ছে।
চলতি সপ্তাহেই শিক্ষা, নারী ও শিক্ষার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টে স্কুল খোলার ক্ষেত্রে একাধিক পরামর্শও দেওয়া হয়। এগুলি হল-