PM Kisan scheme: ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে কিসান সম্মান নিধির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী, বাদ পড়ছে না রাজ্যও!

PM Kisan 9th Installment: পিএম-কিসান যোজনা প্রকল্পে প্রতি তিনমাস অন্তরই আবেদনকারী কৃষকরদের দুই হাজার টাকা করে পাঠানো হয় কেন্দ্রের তরফে। এখনও অবধি মোট ১.৩৮ লক্ষ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

PM Kisan scheme: ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে কিসান সম্মান নিধির টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী, বাদ পড়ছে না রাজ্যও!
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 12:59 PM

নয়া দিল্লি: কৃষকদের সমৃদ্ধিতে আবারও তাদের হাতে টাকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার কিসান সম্মান নিধি (Kisan Samman Nidhi) র নবম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন তিনি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং কৃষকদের সঙ্গেও কথা বলবেন। দ্বিতীয় কিস্তি হিসাবে টাকা পাবেন বাংলার কৃষকরাও।

দেশের প্রায় ১০ কোটি কৃষকদের জন্য় ১৯ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হবে কেন্দ্রের তরফে। এরমধ্যে পশ্চিমবঙ্গের ২৬ লক্ষ কৃষকদের নামও রয়েছে। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগস্ট মাসের কিসান সম্মান নিধির কিস্তির টাকা পাঠাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, “দেশের ৯.৭৫ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে ১৯ হাজার ৫০০ কোটিরও বেশি অর্থ ট্রান্সফার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে কথাও বলবেন এবং জাতির উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন।”

পিএম-কিসান যোজনা প্রকল্পে প্রতি তিনমাস অন্তরই আবেদনকারী কৃষকরদের দুই হাজার টাকা করে পাঠানো হয় কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই এই টাকা পাঠানো হয়। এখনও অবধি মোট ১.৩৮ লক্ষ কোটি টাকা কৃষকদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

এর আগে গত ১৪ মে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির অষ্টম কিস্তির টাকা দিয়েছিলেন। দীর্ঘ টালবাহানার পর মে মাস থেকেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের প্রকল্পের টাকা পান। এ বার তারা দ্বিতীয় দফায় টাকা পাবেন। সূত্রের খবর, বাংলার কৃষকদের জমা দেওয়া আবেদনের মধ্যে ২৪ লক্ষ ৩১ হাজার ৮৮৪ টি অ্যাকাউন্ট টাকা পাঠানোর জন্য গ্রহণ করা হয়েছে, বাদ পড়েছে ৯ লক্ষ ৪৭ হাজার ৮৬১ জন কৃষকের নাম। এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: ‘ভারতীয় হয়ে ত্রিপুরায় যেতে পারব না’! সংসদের বাইরে ধর্নায় তৃণমূল