BSF: রণক্ষেত্র ভারত-বাংলাদেশ সীমান্ত! মালদহে BSF এর উপর হামলা অনুপ্রবেশকারীদের, চলল পাল্টা গুলি

BSF: পাচার কাজেই বাংলাদেশ থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। এপারে আসার পরই তাদেরকে মদত দিতে সেখানেই দাঁড়িয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় সঙ্গীরা।

BSF: রণক্ষেত্র ভারত-বাংলাদেশ সীমান্ত! মালদহে BSF এর উপর হামলা অনুপ্রবেশকারীদের, চলল পাল্টা গুলি
অনুপ্রবেশকারীদের থেকে উদ্ধার হওয়া সামগ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 3:29 PM

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে ফের একবার উত্তপ্ত মালদহের ভারত-বাংলাদেশ সীমান্ত। চলল গুলি। উত্তেজনা ছড়াল সীমান্তবর্তী এলাকায়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলেই খবর।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফের একবার মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সীমান্তরক্ষীদের দিকে তেড়ে যায় অনুপ্রবেশকারীরা। বাঁশ, লাঠি নিয়ে চলে আক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় BSF।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বেশ ভিড় জমতে দেখেই সন্দেহ জাগে সীমান্তরক্ষীদের। কৌতূহলের বশেই সেই ভিড়ের দিকে এগিয়ে যায় প্রহরারত দুই রক্ষী। তারপরই তাদের উপর ঘন কুয়াশার মধ্যে থেকে চলে আক্রমণ। রক্ষীদের বন্দুক কেড়ে নেওয়া চেষ্টাও করে দুষ্কৃতীরা। কিন্তু ওই দুই জওয়ানকে বাগে পেলেও নিজেদের কার্য সিদ্ধি করতে পারেননি তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি চালায় দুই জওয়ান। গুলির ভয়ে কাঁটা তারা পার করা ভুলে, প্রাণে হাতে নিয়ে পালায় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।

পাচার কাজেই বাংলাদেশ থেকে কাঁটা তার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। এপারে আসার পরই তাদেরকে মদত দিতে সেখানেই দাঁড়িয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতীয় সঙ্গীরা। কিন্তু পালে বাঘ পড়ে শীঘ্রই। অনুপ্রবেশকারীদের ফিসফিসে গলার শব্দ পেয়ে সেদিকে ছুটে যায় দুই জওয়ান, তাঁদের দিকে হামলা চালালেও, রক্ষীদের রুখতে ব্যর্থ হয় তারা। বাজেয়াপ্ত হয় কয়েকটি ধারালো অস্ত্র, নিষিদ্ধ কাশির সিরাপ ও কিছু গুরুত্বপূর্ণ নথি।

জানা গিয়েছে, মালদহের এই এলাকায় এখনও অস্থায়ী কাঁটাতার। তাই আপাতত রুটটিকেই অন্যতম ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।