স্কুটি থামিয়ে শিবসেনা নেতার মাথায়-ঘাড়ে তলোয়ারের কোপ, রাস্তাতেই…, শিউরে ওঠার মতো ভিডিয়ো প্রকাশ্যে

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 06, 2024 | 7:02 AM

Punjab: শিবসেনা নেতাকে তলোয়ার উচিয়ে আক্রমণ করছে চার হামলাকারী। একজন শিবসেনা নেতার উপরে তলোয়ারের কোপ বসায়। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শিবসেনা নেতা। তারপরও হামলা থামেনি। একের পর এক কোপ বসাতেই থাকে হামলাকারীরা।

স্কুটি থামিয়ে  শিবসেনা নেতার মাথায়-ঘাড়ে তলোয়ারের কোপ, রাস্তাতেই..., শিউরে ওঠার মতো ভিডিয়ো প্রকাশ্যে
আক্রান্ত শিবসেনা নেতা।
Image Credit source: Twitter

Follow Us

চণ্ডীগঢ়: দিনে-দুপুরে মাঝ রাস্তায় আক্রান্ত শিবসেনা। তাঁর উপরে তলোয়ার দিয়ে হামলা চালায় নিহঙ্গ শিখ বেশে দুই দুষ্কৃতী। হামলায় গুরুতর আহত হয়েছেন শিবসেনা নেতা সন্দীপ থাপার গোরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। এদিকে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে এবং তাদের করেছে।

শুক্রবার সকালে পঞ্জাবের লুধিয়ানায় শিবসেনা নেতা সন্দীপ থাপারের উপরে হামলা চলে। শহিদ সুখদেব থাপারের পরিবারের সদস্য সন্দীপ থাপার শুক্রবার লুধিয়ানায় একটি সভায় ভাষণ দিয়ে ফিরছিলেন। নিজেই স্কুটি চালাচ্ছিলেন, হঠাৎ পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা। তাদের বেশভূষা নিহঙ্গ শিখ-দের মতো ছিল।

সিসিটিভি ফুটেজে এরপরই দেখা যায়, শিবসেনা নেতাকে তলোয়ার উচিয়ে আক্রমণ করছে চার হামলাকারী। একজন শিবসেনা নেতার উপরে তলোয়ারের কোপ বসায়। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শিবসেনা নেতা। তারপরও হামলা থামেনি। একের পর এক কোপ বসাতেই থাকে হামলাকারীরা। ঘটনাস্থলে শিবসেনা নেতার দেহরক্ষী উপস্থিত থাকলেও, তাঁকে নীরব দর্শক হিসাবেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

হামলার পরই শিবসেনা নেতার স্কুটার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষই শিবসেনা নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের পরামর্শে। বর্তমানে শিবসেনা নেতার অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। হামলার কারণ জানতে তাদের জেরা করা হচ্ছে।

হামলার পরই শিবসেনার কর্মীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সিভিল হাসপাতালের বাইরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। হিন্দু সংগঠনের তরফে আজ লুধিয়ানায় বনধের ডাক দেওয়া হয়েছে। শিরোমণি আকালি দল, বিজেপির তরফেও ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে এবং ভগবন্ত মানের সরকারকে আক্রমণ করা হয়েছে।

Next Article