VIDEO: দোকানের সামনেই দোকানদারকে গুলি দুই বাইক আরোহীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 29, 2023 | 2:04 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দোকানদারের নাম হরজিন্দর সিং জোহাল। ভাটিন্ডার মল রোডে রয়েছে তাঁর ‘অমৃতসরি কুলচা’ দোকান। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভাটিন্ডার সরকারি হাসপাতালে। সেখানে থেকে ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

VIDEO: দোকানের সামনেই দোকানদারকে গুলি দুই বাইক আরোহীর
দোকানদারকে গুলি
Image Credit source: Twitter

Follow Us

ভাটিন্ডা: এক দোকানদারকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। নিজের দোকানের সামনে ওই ব্যক্তি যখন বসেছিলেন। সে সময়ই তাঁকে গুলি করা হয়েছে। গুলি চালনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, বাইকে করে আসে দুই দুষ্কৃতী। এসেই ওই দোকানদারকে নিশানা করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে বাইক নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। পঞ্জাবের ভাটিন্ডায় ঘটেছে এই ঘটনা। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দোকানদারের নাম হরজিন্দর সিং জোহাল। ভাটিন্ডার মল রোডে রয়েছে তাঁর ‘অমৃতসরি কুলচা’ দোকান। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ভাটিন্ডার সরকারি হাসপাতালে। সেখানে থেকে ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনা নিয়ে দীপু নামে ওই দোকানের এক কর্মী বলেছেন, “আমি দোকানের ভিতরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে গুলি চলার শব্দ শুনতে পাই। তার পরই জোহালের চিৎকার শুনি। বেরিয়ে এসে দেখি গুলি করেছে। আমি বাইকের পিছনে ধাওয়া করেছিলাম। কিন্তু অভিযুক্তরা বাইক নিয়ে পালিয়ে যায়। ওই বাইকে দুজন ছিল।”

 

ঘটনার খবর পেয়েই বিশাল বাহিনী নিয়ে ভাটিন্ডা পুলিশের ডেপুটি পুলিশ সুপার কুলদীপ ব্রার গিয়েছিলেন ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Next Article