ভিডিয়ো: HIV আক্রান্তের কথা গোপন! হাসপাতালেই রোগীকে চড় চিকিৎসকের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 29, 2023 | 1:59 PM

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এইচআইভি আক্রান্ত ওই ব্যক্তির হাড় ভেঙেছিল। চিকিৎসার জন্য উজ্জয়িনীর একটি হাসপাতাল তাঁকে ইন্দোরের হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু এখানে এসে নিজের এইচআইভি আক্রান্ত হওয়ার কথা জানাননি বলে অভিযোগ। সে জন্যই ওই চিকিৎসক তাঁকে মেরেছেন বলে জানা গিয়েছে।

ভিডিয়ো: HIV আক্রান্তের কথা গোপন! হাসপাতালেই রোগীকে চড় চিকিৎসকের
চড় মারছেন অভিযুক্ত চিকিৎসক
Image Credit source: Twitter

Follow Us

ইন্দোর: হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন এক ব্যক্তি। হাড় ভেঙে যাওয়ার চিকিৎসা করাতে সরকারি হাসপাতালে এসেছিলেন তিনি। ওই ব্যক্তি এইচআইভি আক্রান্ত ছিলেন। কিন্তু নিজের এই সমস্যার কথা তিনি জানাননি। এতেই ক্ষিপ্ত হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসক। ওই ব্যক্তি যখন স্ট্রেচারে শুয়ে ছিলেন, তখনই তাঁকে চড় মারতে থাকেন ওই জুনিয়র চিকিৎসক। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে (এমওয়াইএইচ)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এইচআইভি আক্রান্ত ওই ব্যক্তির হাড় ভেঙেছিল। চিকিৎসার জন্য উজ্জয়িনীর একটি হাসপাতাল তাঁকে ইন্দোরের হাসপাতালে স্থানান্তরিত করে। কিন্তু এখানে এসে নিজের এইচআইভি আক্রান্ত হওয়ার কথা জানাননি বলে অভিযোগ। সে জন্যই ওই চিকিৎসক তাঁকে মেরেছেন বলে জানা গিয়েছে।

 

রোগীকে নাগাড়ে চড় মারার ভিডিয়ো ভাইরাল হতেই ওই জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনা নিয়ে মহারাজা যশবন্তরাও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট প্রেমেন্দ্র ঠাকুর জানিয়েছেন, ওই জুনিয়র চিকিৎসক অর্থোপেডিক এবং ট্রমাটোলজি বিভাগে কর্মরত ছিলেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনা নিয়ে অভিযোগও দায়ের করেছেন ওই রোগীর পরিজন।

Next Article