Putin in India: প্রোটোকল ভঙ্গ থেকে পারমাণবিক-প্রতিশ্রুতি! নজরে শেষ ২৪ ঘণ্টার মোদী-পুতিন সমীকরণ
Putin Visits in India: বৃহস্পতিবারটা মোটের উপর কেটে গিয়েছে ব্যক্তিগত আলোচনায়। 'প্রোটোলকল' ভেঙে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর সেখান থেকে এক গাড়িতে সওয়ার হয়ে লোককল্যাণ মার্গ পর্যন্ত গেলে দুই রাষ্ট্রপ্রধান। অবশেষে রাতে নৈশভোজে যোগ।

নয়াদিল্লি: চার বছর পর ভারতে এলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃ্হস্পতিবার থেকেই ঠাসা কর্মসূচি। শুক্রবার রাত ৯টায় রওনা দেবেন তিনি। তার আগে দফায় দফায় আলোচনা, বৈঠক, বাণিজ্যিক চুক্তি সব মিলিয়ে নতুন মাত্রা পেয়েছে ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক।
দু’দিনের সফরে কতটা গড়াল জল?
বৃহস্পতিবারটা মোটের উপর কেটে গিয়েছে ব্যক্তিগত আলোচনায়। ‘প্রোটোলকল’ ভেঙে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর সেখান থেকে এক গাড়িতে সওয়ার হয়ে লোককল্যাণ মার্গ পর্যন্ত গেলে দুই রাষ্ট্রপ্রধান। অবশেষে রাতে নৈশভোজে যোগ। এই পর্বে আনুষ্ঠানিক ভাবে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হয়নি ঠিকই। তবে ব্যক্তিগত স্তরে বৈঠক হলেও হতে পারে বলে মত একাংশের।
Glimpses from the ceremonial welcome for President Putin at Rashtrapati Bhavan. President Putin has been unwavering in his commitment to strong India-Russia ties and has contributed immensely to taking this relationship to new heights. Though the world has seen many changes over… pic.twitter.com/iQQNzq168n
— Narendra Modi (@narendramodi) December 5, 2025
শুক্রবার সকালে প্রথমেই রাজঘাটে গেলেন পুতিন। তারপর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর বেলার দিকে মোদীর সঙ্গে বসলেন বৈঠকে। কিন্তু সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হল? সাময়িক একটা রূপ নয়াদিল্লি ইতিমধ্য়েই প্রদান করেছে। এই নিয়ে নিজের সমাজমাধ্য়মেও নানা পোস্ট করেছেন মোদী। তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক নানা ইস্যুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। ইউক্রেনের সংঘাত নিয়ে শান্তিস্থাপনের বার্তা দিয়েছি। পাশাপাশি, একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছি।’
Global issues also featured prominently in the talks with President Putin. I reiterated India’s strong commitment to peace and to finding a peaceful and lasting solution to the conflict in Ukraine. We emphasised the need to jointly combat the menace of terrorism. We also agreed…
— Narendra Modi (@narendramodi) December 5, 2025
রাশিয়া নতুন দূতাবাস
শুক্রবার যৌথ প্রেস বৈঠক থেকে রাশিয়ায় দু’টি নতুন দূতাবাসের উদ্বোধনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘ভারত-রাশিয়ার সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকটাই হল উভয় দেশের সংস্কৃতি ও জনসাধারণ।’ আর সেই সংস্কৃতি ও জনসাধারণের মেলবন্ধনকে বজায় রাখতে রাশিয়ার কাজ়ান এবং ইয়েকাতেরিনবুর্গে দু’টি ভারতীয় দূতাবাস খুলেছে নয়াদিল্লি। যার উদ্বোধন হল শুক্রবার।
A key part of the India-Russia friendship is our cultural and people-to-people ties. This has been strengthened with the opening of two new Indian consulates in Russia and the holy Buddhist relics going to Russia in recent times. There is also immense potential in areas like… pic.twitter.com/b13UjtYK2E
— Narendra Modi (@narendramodi) December 5, 2025
বার্ষিক সম্মেলনে যোগ
শুক্রবার দিনশেষে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সম্মেলন থেকে সিলমোহর পড়ল ২০৩০ সাল পর্যন্ত চলা অর্থনৈতিক সমন্বয় চুক্তিতেও। সংশ্লিষ্ট বৈঠকে যোগ দিতে দেখা গেল দুই দেশের আধিকারিক, বিভিন্ন দফতরের কর্তাদেরও।
Today’s 23rd India-Russia Annual Summit was an opportunity to comprehensively discuss diverse aspects of India-Russia cooperation. We have agreed on an Economic Cooperation Programme till 2030 in order to diversify our trade and investment linkages. We talked about improving… pic.twitter.com/MIrPMUd6xK
— Narendra Modi (@narendramodi) December 5, 2025
কুদানকুলামে পারমাণবিক কেন্দ্র
ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলামে সহযোগিতার হাত বাড়িয়েছে রাশিয়া। তামিলনাড়ুর এই পারমাণবিক কেন্দ্রে ছয়টি চুল্লির মধ্য়ে দু’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কিন্তু বাকি চারটি এখনও নির্মীয়মান। সেগুলির দায়িত্ব নিতে চায় রাশিয়া, জানিয়েছেন খোদ পুতিন। রুশ প্রেসিডেন্টের কথায়, ‘সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটিকে পূর্ণ ক্ষমতা প্রদান করব আমরা।’
