নয়ডা: ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের ক্লিনিকে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেখানেই নাবালিকার উপর যৌন অত্যাচার করা হয় বলে অভিযোগ। দিল্লির উপকণ্ঠে নয়ডায় এই ঘটনা ঘটেছে। নাবালিকা ধর্ষণের অভিযোগ পেয়ে শুক্রবার অভিযুক্তকে ধরতে যায় পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক। পাল্টা এনকাউন্টারে অভিযুক্তের পায়ে গুলি করে পুলিশ। তার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে নয়ডা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই হাতুড়ে চিকিৎসক যেখানে থাকে, ওই এলাকাতেই থাকে নাবালিকা। বৃহস্পতিবার বিকালে ওই নাবালিকা যখন খেলছিল তখন তাঁকে উপহার দেওয়ার লোভ দেখিয়ে নিজের ক্লিনিকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা বাড়িতে জানানোর পর নাবালিকার পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে ধরতে এসেছিল পুলিশ। তখন ওই এলাকার একটি নির্মীয়মাণ বহুতলে লুকিয়ে ছিল অভিযুক্ত। এবং সেখান থেকেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশও গুলি চালায়। তাতেই পায়ে গুলিবিদ্ধ হয় অভিযুক্ত। তার পর তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের থেকে একটি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে নির্যাততা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং তার বয়ানও নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।