New Navy Chief: আজই নৌসেনা প্রধানের দায়িত্ব নিচ্ছেন ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 30, 2021 | 12:11 PM

Indian Navy: এর আগে ভারতীয় নৌ সেনা বাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ডে ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে কর্মরত ছিলেন অ্যাডমিরাল আর হরি কুমার।

New Navy Chief: আজই নৌসেনা প্রধানের দায়িত্ব নিচ্ছেন ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার
নয়া নৌসেনা প্রধান আর হরি কুমার। গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার আজ, ৩০ নভেম্বর ২৫ তম নৌসেনা প্রধানের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন। বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত অ্যাডমিরাল করমবীর সিংয়ের জায়গায় সেনা প্রধানের দায়িত্ব নেবেন অ্যাডমিরাল কুমার।

এর আগে ভারতীয় নৌ সেনা বাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ডে ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে কর্মরত ছিলেন অ্যাডমিরাল আর হরি কুমার। তিনি আইএনএস বিক্রমাদিত্যের বিশ্বব্যপী কমিটির প্রধান এবং গোয়াতে নৌ যুদ্ধ কলেজের কমান্ড্যান্ট হিসাবে নিযুক্ত প্রথম ফ্ল্যাগ অফিসার ছিলেন।

জেনে নিন কে এই ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার?

১৯৬২ সালের ১২ এপ্রিল জন্মগ্রহন করেন হরি কুমার। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে জে স্কোয়াড্রন, ন্যাশানাল ডিফেন্স আকাডেমি থেকে স্নাতক পাশ করেন তিনি। দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনে একাধিক গুরু দায়িত্ব সামলছেন তিনি। ভাইস অ্যাডমিরাল কুমারের সমুদ্র কমান্ডের মধ্যে রয়েছে কোস্ট গার্ড জাহাজ সি০১, আইএনএস নিশাঙ্ক, মিসাইল কর্ভেট, আইএনএস কোরা এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস রণবীর। তিনি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাটকেও কমান্ড করেছিলেন। তিনি ওয়েস্টার্ন ফ্লিটের, ফ্লিট অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নৌসেনা সংক্রান্ত পড়াশুনাতেও তিনি বাকিদের তুলনায় এগিয়ে। ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, মধ্যপ্রদেশের আর্মি ওয়ার কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে কোর্স করেছেন।

উল্লেখ্য, ভারতীয় নৌসেনা দেশের গর্ব। ভারতের উপকূল ভাগ ও জলসীমাকে শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখতে প্রতিনিয়ত সজাগ থাকে নৌসেনার জওয়ানরা। ২০১৯ সালের ৩১ মে সুনীল লাম্বার স্থলাভিষিক্ত হয়ে নৌসেনা প্রধানের দায়িত্ব নিয়েছিলেন অ্যাডমিরাল করমবীর সিং। অ্যাডমিরাল সিংয়ের নিয়োগ ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। তৎকালীন ভাইস অ্যাডমিরাল বিমল ভার্মা সিংয়ের নিয়োগকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, বাহিনীর সব থেকে সিনিয়ার আধিকারিক হওয়া সত্ত্বেও সরকার তাঁকে উপেক্ষা করে অ্যাডমিরাল করমবীর সিংকে নৌসেনা প্রধানের দায়িত্ব দিয়েছে। মে মাসের ১৭ তারিখে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অ্যাডমিরাল ভার্মার আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন Kevin Pietersen on India: ‘সব থেকে চমৎকার দেশ ভারত’, কেন এমন বললেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেট তারকা?

আরও পড়ুন Complaint of medical negligence: নার্সরা ব্যস্ত মোবাইলে গেম খেলায়, চিকিত্সকের তো দেখাই নেই! মর্মান্তিক পরিণতি রোগীর

Next Article