Guard of Honour to PM: লালকেল্লায় প্রধানমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার সময় বাজল বাংলা গানের সুর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 15, 2023 | 11:43 AM

Rabindra Sangeet: লালকেল্লায় ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের প্রাক্কালে ভারতের তিন সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সময়ই ব্যাকগ্রাউন্ডে বাজে বাংলা সঙ্গীতের সুর।

Guard of Honour to PM: লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার সময় বাজল বাংলা গানের সুর
লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'গার্ড অফ অনার' তিন সেনাবাহিনীর।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আজ, ১৫ অগস্ট দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day)। সকালেই দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে এবার জাতীয় পতাকা উত্তোলনের আগে এক অভিনব ঘটনার সাক্ষী হল দেশবাসী। তেরঙা উত্তোলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এটা সাধারণ রীতির মধ্যেই পড়ে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ (Guard of Honour) দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে বাজল বাংলা গানের মিউজিক।

ঠিক কী ঘটেছে?

লালকেল্লায় ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের প্রাক্কালে ভারতের তিন সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সময়ই ব্যাকগ্রাউন্ডে বাজে বাংলা সঙ্গীতের সুর। আরও ভালভাবে বলা যায়, অন্যতম জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত ‘আনন্দলোকে, মঙ্গলালোকে…’ গানটির মিউজিক বাজানো হয়। প্রায় ২৫ সেকেন্ড ধরে বাজে গানটির সুর।

লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের সুর বাজানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষত যে গানটি বাজানো হয়েছে, সেটির কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ- “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর/ গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে/ করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে….বিরাজ সত্য সুন্দর।”

এদিন লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় ক্রমাগত ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, যুবদের সুযোগ দেওয়া, দুর্নীতি-তোষণবাদ সরিয়ে উন্নয়নমূলক ও প্রগতিশীল ভারত গড়ে তোলার বার্তা শোনা যায়। প্রধানমন্ত্রীর এদিনের বার্তার সঙ্গে এই রবীন্দ্র সঙ্গীতটির যথেষ্ট মিল রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বারবার স্বাধীনতা সংগ্রামী, মণীষিদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করে। স্বাধীনতা সংগ্রামে বাংলা ও বাংলার মণীষিদের বিশেষ অবদান রয়েছে। নরেন্দ্র মোদীর সরকারের কাছে বাংলা ব্রাত্য বলে বিরোধীরা একাধিকবার অভিযোগ তুলেছেন। কিন্তু, বাংলা যে কেন্দ্রের কাছে ব্রাত্য নয়, এই গানটির মাধ্যমে সেই বার্তাও তুলে ধরা হয়েছে এবং বিরোধীদের অভিযোগের জবাব দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন প্রধানমন্ত্রীর পোশাকও ছিল নজরকাড়া। সাদা পায়জামা-পাঞ্জাবীর উপর কালো রঙের জ্যাকেট এবং মাথায় তেরঙা পাগড়ি পরে ৭৭ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Next Article