Video: সংসদ যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামালেন রাহুল, কী কারণ? দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 09, 2023 | 6:19 PM

Rahul Gandhi: সংসদে যাওয়ার পথে সাংসদ রাহুল গান্ধীর এভাবে গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির কাছে ছুটে যাওয়ার ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। যা বর্তমানে ভাইরাল।

Video: সংসদ যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামালেন রাহুল, কী কারণ? দেখুন ভিডিয়ো
রাহুল গান্ধী। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: কখনও সাতসকালে সবজি মাণ্ডিতে গিয়ে সবজির মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কখনও মোটর ওয়ার্কশপে গিয়ে কাজ করতে দেখা গিয়েছে। তিনি নিজেই বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রা’ তাঁকে বদলে দিয়েছে। বুধবার সংসদে যাওয়ার সময়ও অন্য ভূমিকায় দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। মোটরবাইক নিয়ে এক ব্যক্তিকে রাস্তায় পড়ে যেতে দেখেই গাড়ি থামিয়ে তাঁর কাছে যান রাহুল গান্ধী। কোথাও কোনও আঘাত লেগেছে কিনা সে ব্যাপারে তাঁর খোঁজ-খবর নিলেন তিনি। যা দেখে হতবাক ওই ব্যক্তিও।

ঠিক কী ঘটেছিল?

এদিন সকালে সংসদে যাচ্ছিলেন রাহুল গান্ধী। গাড়ি করে যাওয়ার সময় তিনি দেখেন, এক ব্যক্তি স্কুটারে করে যেতে গিয়ে বেসামাল হয়ে রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী গাড়ি থামিয়ে ওই ব্যক্তির কাছে দৌড়ে যান। স্কুটার-সহ ওই ব্যক্তিকে উঠতে সাহায্য করেন রাহুল স্বয়ং। তারপর ওই ব্যক্তির কোথাও চোট লেগেছে কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নেন। ওই ব্যক্তি জানান, তাঁর বিশেষ চোট লাগেনি। এরপর আশ্বস্ত হয়ে তাঁর সঙ্গে করমর্দনও করেন রাহুল। তারপর তিনি আবার হেঁটে নিজের গাড়িতে উঠে যান।

সংসদে যাওয়ার পথে সাংসদ রাহুল গান্ধীর এভাবে গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির কাছে যাওয়ার ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। যা বর্তমানে ভাইরাল। সাংসদ হয়েও এদিন রাহুল গান্ধীর এহেন আচরণের প্রেক্ষিতে তাঁকে জননায়ক আখ্যাও দিয়েছে কংগ্রেস।

প্রসঙ্গত, চার মাস পর গত সোমবার সংসদে ‘রি-এন্ট্রি’ হয়েছে রাহুল গান্ধীর। গতকাল থেকে সংসদে শুরু হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আলোচনা। এদিন সে ব্যাপারে সংসদে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। মণিপুর ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি। যদিও রাহুলের মন্তব্য খণ্ডন করে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Next Article