লেহ: ফের জনতার মাঝে রাহুল গান্ধী। এবার লেহ-র সবজি বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু কথা বলা নয়, লেহ (Leh) মার্কেট থেকে সবজিও কেনেন রাহুল গান্ধী। এভাবে বাজারে কংগ্রেস সাংসদকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন লেহ-র স্থানীয় বাসিন্দারা। আর পাঁচজন সাধারণ মানুষের মতো রাহুল গান্ধীর বাজারে গিয়ে সবজি কেনা ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিয়োতে ঠিক কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার সন্ধ্যায় লেহ-র প্রধান মার্কেটে যান। সবজি বাজারেই যান রাহুল। হঠাৎ করে বাজারের মধ্যে কংগ্রেস সাংসদকে দেখতে পেয়ে তাঁকে ঘিরে ধরেন ক্রেতা-বিক্রেতারা। তারপর এক বিক্রেতার কাছে গিয়ে সবজি কেনেন রাহুল। একেবারে ওজন করে নগদ টাকা দিয়ে সবজি কিনতে দেখা যায় কংগ্রেস সাংসদকে। মূলত, মহার্ঘ্য টম্যাটো কেনেন রাহুল। তারপর তাঁকে ঘিরে থাকা দুই অনুরাগীর মধ্যে একজনের হাতে কিছু তুলে দেন। যা দেখে পাশের অনুরাগী চিৎকার করে বলে ওঠেন, ‘আমি একটা চাই।’
বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতা-সহ স্থানীয়দের সঙ্গে কথা বলতে, তাঁদের খোঁজ-খবর নিতেও দেখা যায় রাহুল গান্ধীকে। অনেকে আবার কংগ্রেস সাংসদের সঙ্গে সেলফি তোলার আব্দার করেন। তাঁদের আব্দার অবশ্য ফিরিয়ে দেননি রাহুল। সেই সময়ই অনুরাগীদের মধ্য থেকে শ্লোগান ওঠে, ‘রাহুল গান্ধী জিন্দাবাদ।’ কংগ্রেস সাংসদের এভাবে বাজারে এসে সবজি কেনা এবং জনগণের সঙ্গে মিশে যাওয়ার পুরো ঘটনাটি অনেকেই মোবাইলে ভিডিয়োবন্দি করেছেন।
#WATCH | Congress leader Rahul Gandhi reaches Leh main market during his visit to Ladakh. pic.twitter.com/vXBUp15vPe
— ANI (@ANI) August 21, 2023
মূলত, রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন করতেই ৩ দিনের লাদাখ সফরে যান রাহুল গান্ধী। লাদাখের রাস্তায় ত়াঁর মোটরবাইক চালিয়ে যাওয়ার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপর শনিবার, রাজীব গান্ধীর জন্মবার্ষিকীর দিন প্যাংগং হ্রদের তীরে তাঁর ছবিতে মাল্যদান করে বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর লেহ-র মার্কেটে এক অন্য ভূমিকায় দেখা গেল কংগ্রেস সাংসদকে। এটা জনসংযোগেরই চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাহুল গান্ধীর জনসংযোগের ঘটনা অবশ্য এটাই নতুন নয়। কন্যাকুমারিকা থেকে কাশ্মীর- ভারত জোড়ো যাত্রা-র সময় থেকেই এক অন্য ভূমিকায় দেখা যায় রাহুল গান্ধীকে। তারপর দিল্লির মোটর ওয়ার্কশপে গিয়ে সেখানকার কর্মীদের কাজকর্মের বিষয়ে খোঁজ-খবর নেওয়া থেকে কাকভোরে সবজি বাজারে গিয়ে মূল্যবৃদ্ধির কারণ নিয়েও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এবার লেহ-তেও সেই একই ভূমিকায় দেখা গেল রাহুল গান্ধীকে।