নাগপুর: ফের ইন্ডিগোর বিমানে (Indigo Flight) বিঘ্ন! এবার মাঝআকাশেই অসুস্থ হয়ে পড়েন যাত্রী। বিমানের মধ্যেই তাঁর বমি শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। কিন্তু, তারপরেও শেষ রক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল যাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর মুম্বই-রাঁচি (Mumbai-Ranchi) বিমানে।
ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যাত্রীর নাম দেবানন্দ তিওয়াড়ি (৬২)। সোমবার রাতে মুম্বই থেকে ইন্ডিগোর বিমানে করে রাঁচি যাচ্ছিলেন তিনি। কিডনিজনিত সমস্যা ও যক্ষ্মায় আক্রান্ত ছিলেন আইজাজ। হঠাৎ করে বিমানে অসুস্থ হয়ে পড়ায় নাগপুরে বিমানের জরুরি অবতরণ ঘটানো হয় এবং তাঁকে নাগপুরের KIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মুম্বই-রাঁচি বিমানে যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টা নাগাদ। বিমানের মধ্যেই তাঁর কাশি শুরু হয় এবং তারপর রক্ত বমি করতে শুরু করেন। ততক্ষণে মুম্বই থেকে বেশি খানিকটা চলে এসেছে বিমান। ঘটনাটি জানতে পেরে পাইলট তড়িঘড়ি বিমানটি নাগপুরের বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ঘটান। তারপর ইন্ডিগোর তরফেই তড়িঘড়ি ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।
প্রসঙ্গত, দিন কয়েক আগে, গত ১৭ অগস্ট ইন্ডিগোর বিমানের পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়। বিমানটি নাগপুর থেকে পুনে যাওয়ার কথা ছিল। বিমানে ওঠার মুহূর্তে বোর্ডিং গেটের সামনেই হঠাৎ করে পাইলট পড়ে যান। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।