Rahul Gandhi: ভোট প্রচারে গিয়ে কর্নাটকে ‘প্রিয় খাবার’ খেলেন রাহুল, টুইটে বললেন…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 17, 2023 | 5:32 PM

Rahul Gandhi: কর্নাটকে ভোটের দামামা বেজে গিয়েছে। গতকাল কর্নাটকের কোলারে ভোট প্রচারের জন্য গিয়েছিলেন কংগ্রেসের নেতা তথা বহিষ্কৃত সাংসদ রাহুল গান্ধী। তিনি কর্নাটকে ভোট প্রচারে গিয়ে নিজের প্রিয় আইসক্রিম খেলেন। আর কিনলেন নন্দিনী ব্র্যান্ডের আইসক্রিম।

Rahul Gandhi: ভোট প্রচারে গিয়ে কর্নাটকে প্রিয় খাবার খেলেন রাহুল, টুইটে বললেন...
ফাইল ছবি
Image Credit source: টুইটার

Follow Us

বেঙ্গালুরু: আইসক্রিম খেতে ভালবাসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কয়েক সেকেন্ডে চার কাপ আইসক্রিম শেষ করতে পারেন তিনি। এবার কর্নাটকে নির্বাচনী প্রচারে (Karnataka Assembly Election) গিয়ে সেই আইসক্রিমই কিনে খেলেন কংগ্রেস নেতা। আর কিনলেন নন্দিনী (Nandini) ব্র্যান্ডের আইসক্রিম (Ice Cream)। সম্প্রতি যে ব্র্যান্ড নিয়ে ভোটের ময়দানে শুরু হয়েছে তরজা। সেখান থেকেই আইসক্রিম কিনে খেলেন রাহুল। আউটলেটে তাঁর আইসক্রিম কেনার একটি ছবিও টুইটারে আপলোড করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “কর্নাটকের গর্ব- নন্দিনীর আইসক্রিম সেরা!”

রাহুলের আইসক্রিম প্রীতি সকলেই জানে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় তাঁর আইসক্রিম খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্য়াল মিডিয়ায়। ভারত জোড়ো যাত্রার সময় রাজস্থানে এক ফুড ব্লগারের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আড্ডা হয় প্রাক্তন কংগ্রেস সাংসদের। সেই কথোপকথনের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ‘কার্লি টেলসের’ কামিয়া জানি। সেই ভিডিয়োতেই নিজের আইসক্রিম প্রীতির কথা জানান রাহুল। ভিডিয়োতে দেখা যায়, কামিয়া জানির সঙ্গে আইসক্রিম খাচ্ছেন রাহুল। আর মুহূর্তের মধ্যে চার কাপ আইসক্রিম খেয়ে ফেলেন তিনি। আর শেষে তাঁর বিখ্যাত সংলাপ বলেন। ‘খতম, টাটা, গুড বাই’। এবার নিজের প্রিয় আইসক্রিম কিনতেই দেখা গেল রাহুলকে। তবে এক্ষেত্রে লুকিয়ে ছিল একটি রাজনৈতিক বার্তাও।

সম্প্রতি কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে দুগ্ধযুদ্ধ শুরু হয়েছে দুই দুগ্ধজাত পণ্যের ব্র্যান্ডকে ঘিরে। কিছুদিন আগে গুজরাট ভিত্তিক দুগ্ধ সংস্থা আমূল ঘোষণা করে কর্নাটকের বাজারেও মিলবে আমূল দুধ। আমূলের এই ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ময়দানে নেমে পড়ে কংগ্রেস। কর্নাটকের রাজ্য দুগ্ধ কর্পোরেশনের সংস্থার ব্র্যান্ড ‘নন্দিনী’। আমূলের এই ঘোষণায় নন্দিনীর বাজার ধ্বংস হবে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলে কংগ্রেস সহ বিরোধীরা। তবে কংগ্রেসের এই দাবি খারিজ করে বিজেপির তরফে জানানো হয়, কর্নাটকের বাজারে আসছে না আমূল। বরং বিজেপির তরফে জানানো হয়, “কেএমএফ-র শক্তিশালী করে তুলতে এবং একে গ্লোবাল ব্র্যান্ড করে তুলতে বিজেপি অনেক কিছু করেছে।” কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, “আমূল একদিন দেশের এক নম্বর ব্র্যান্ড হয়ে উঠবে।” এবার নন্দিনীর সেই আইসক্রিম হাতে তুলে নিয়ে ‘সেরা’ বললেন রাহুল।

Next Article