কোলার: কল্পতরু রাহুল! ক্ষমতায় এলে প্রত্যেক রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। এছাড়া প্রতি মাসে মহিলাদের ২ হাজার টাকা এবং বেকার যুবদের ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। রবিবার কর্নাটকে (Karnataka) বিধানসভা নির্বাচনী প্রচারে (Election Rally) এসে এমনই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এখানেই শেষ নয়, প্রত্যেক পরিবার পিছু বিনামূল্যে ১০ কেজি চাল, পড়ুয়াদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানিয়েছেন রাহুল।
সাংসদ পদ হারিয়ে এদিনই প্রথম কর্নাটকে যান রাহুল গান্ধী। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে যান তিনি। আর নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যবাসীকে ঢালাও প্রতিশ্রুতি দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। গৃহ জ্যোতি, গৃহ লক্ষ্ণী সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। রাহুল বলেন, “আমরা ক্ষমতায় এলে গৃহ জ্যোতি-র অধীনে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। গৃহ লক্ষ্মী প্রকল্পের অধীনে প্রত্যেক মহিলাকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া যুব নিধি-র অধীনে স্নাতক পাশ বেকার যুবদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা, অন্ন ভাগ্য প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবারতে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে।”
এদিন কর্নাটকের কোলারে নির্বাচনী সভা করেন রাহুল গান্ধী। সেই সভা থেকে কেবল ঢালাও প্রতিশ্রুতি দেওয়া নয়, এবার কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় আসবে বলেও দাবি জানান তিনি। আর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়িত করা হবে বলে প্রতিশ্রুতি দেন প্রাক্তন কংগ্রেসের সাংসদ।
এদিন কোলারের সভা থেকে কর্নাটকের বোম্মাই সরকার থেকে কেন্দ্রের বিজেপি সরকারকেও একহাত নেন রাহুল গান্ধী। আদানি ইস্যুতে সরব হয়ে তাঁকে সাংসদ পদ থেকে চ্যুত করার ঘটনারও তীব্র নিন্দা জানান তিনি।