নয়া দিল্লি: মণিপুর (Manipur) ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। যা নিয়ে গত তিনদিন ধরে সরগরম লোকসভা। বুধবার লোকসভায় বক্তৃত্বা দিতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারকে (Modi Government) তোপ দেগে ‘ভারতমাতা’ প্রসঙ্গে কড়া আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সেই মন্তব্য বিবৃতি থেকে ছেঁটে দিয়েছেন অধ্যক্ষ। এই ঘটনায় বৃহস্পতিবার পাল্টা মোদী সরকারকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। বর্তমানে দেশে ভারতমাতা ‘অসংসদীয় মন্তব্য’ বলে কটাক্ষ করেন তিনি।
জানা গিয়েছে, মণিপুরে গত তিনমাস ধরে চলা অশান্তি, হিংসা প্রসঙ্গে ‘ভারতমাতাকে টুকরো করা হয়েছে’ বলে বুধবার তোপ দাগেন রাহুল গান্ধী। যার তীব্র বিরোধিতা করে বিজেপি সাংসদরা। এরপর এদিন ভারতমাতা সম্পর্কিত রাহুল গান্ধীর মন্তব্য তাঁর সংসদীয় ভাষণ থেকে ছেঁটে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা জবাব দেন কংগ্রেস সাংসদ।
ঠিক কী বলেছেন রাহুল গান্ধী?
এদিন দুপুরে সংসদ থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী কেবল একটি মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমানে ভারতে আপাতদৃষ্টিতে ভারতমাতা অসংসদীয় শব্দ।”
রাহুল গান্ধী সংসদ থেকে বেরিয়েই হঠাৎ করে কেন এই মন্তব্য করলেন, তা নিয়ে সংশয় নেই। তাঁর সংসদীয় ভাষণে ভারতমাতা সম্পর্কিত মন্তব্য বাদ দেওয়া প্রসঙ্গেই যে রাহুল এই মন্তব্য করেছেন, তা কার্যত স্পষ্ট। তবে অনাস্থা প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবি ভাষণের পাল্টা জবাব তিনি দেবেন কিনা তা স্পষ্ট করেননি রাহুল।
প্রসঙ্গত, মণিপুরে হিংসা থামাতে সেনার প্রয়োগ ঠিকভাবে করা হচ্ছে না বলে বুধবার সংসদীয় ভাষণে অভিযোগ করেন রাহুল গান্ধী। মোদী সরকারকে তোপ দেগে তিনি বলেন, “ভারতীয় সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে। কিন্তু, সেনার প্রয়োগ সঠিকভাবে করা হচ্ছে না।” এপ্রসঙ্গেই মণিপুরকে খণ্ডিত করা হয়েছে অভিযোগ তুলে রাহুল বলেন, “মণিপুরকে ভারত মনে করেন না প্রধানমন্ত্রী। তাই তিনি একবারও মণিপুরে যাননি। এরপরই সুর চড়িয়ে কংগ্রেস সাংসদ বলেন, মণিপুরকে হত্যা করা হয়েছে। ভারতমাতাকে হত্যা করা হয়েছে।”
যদিও রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ‘ভারতমাতাকে হত্যা করা হয়েছে’ মন্তব্যের মধ্য দিয়ে রাহুল গান্ধী গোটা দেশকে অপমাণ করেছেন বলে তোপ দাগেন তিনি।