Bharat Jodo Yatra: ফের শুরু হতে চলেছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Dec 21, 2023 | 10:39 PM

Bharat Jodo Yatra: গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। ২০২২-এর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু হয় এবং শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। টানা ১২৬ দিন ধরে ১২টি রাজ্যের উপর দিয়ে প্রায় ৪,০৮০ কিমি পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী।

Bharat Jodo Yatra: ফের শুরু হতে চলেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: জনসংযোগ বাড়াতে এবং কংগ্রেস কর্মীদের মনোবল চাঙা করতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ বিশেষ ভূমিকা নিয়েছিল। দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল রাহুল গান্ধীর এই অভিনব কর্মসূচি। তাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফের ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকের পর এমনটাই জানালেন দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল।

এদিন মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকের পর দলের তরফে কেসি বেণুগোপাল বলেন, “খুব দ্রুত ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হবে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে রাহুল গান্ধীকে তারিখ চূড়ান্ত করার আবেদন জানানো হয়েছে।” এবার ভারত জোড়ো যাত্রা দেশের পূর্ব থেকে পশ্চিমে করা হবে। এই যাত্রা করার বিষয়ে ইতিমধ্যে রাহুল গান্ধী দলীয় নেতা-কর্মীদের মতামত নেওয়া শুরু করেছেন বলেও CWC-র বৈঠকে মল্লিকার্জুন খাড়্গে প্রাথমিকভাবে জানিয়েছেন।

গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। ২০২২-এর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে যাত্রা শুরু হয় এবং শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে। টানা ১২৬ দিন ধরে ১২টি রাজ্যের উপর দিয়ে প্রায় ৪,০৮০ কিমি পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী।

এদিন CWC বৈঠকে রাহুল গান্ধীর দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়ে আলোচনার পাশাপাশি সাংসদদের সাসপেন্ড করা এবং ২০২৪ নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। বেণুগোপাল জানান, চলতি মাসেই লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য স্ক্রিনিং কমিটি এবং ইস্তেহার কমিটি গঠিত হবে। ইতিমধ্যেই গঠিত পাঁচ সদস্যের কেন্দ্রীয় স্তরের কমিটি আসন সমঝোতা নিয়ে রাজ্য ভিত্তিক নেতৃত্বর সঙ্গে কথা বলবে। জানুয়ারিতে রাজ্য স্তরে দলীয় কর্মীদের নিয়ে কনভেনশন আয়োজন করবে কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তিন রাজ্যে ভরাডুবির কারণও এদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে পর্যালোচনা করা হয়েছে বলে জানান কেসি বেণুগোপাল।

Next Article