নয়া দিল্লি: রাজস্থান থেকে ‘হিন্দু’ ও ‘হিন্দুত্বের’ ফারাক বুঝিয়েছিলেন কংগ্রেস শীর্ষনেতা তথা সাংসদ রাহুল গান্ধী। সেই মন্তব্যের জন্যই এবার রাহুল গান্ধীর প্রশংসার পঞ্চমুখ মহারাষ্ট্র সরকারে কংগ্রসের জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনাতে’ বলা হয়েছে, ‘অকারণ ধর্মনিরপেক্ষতার’ রাস্তা থেকে সরে এসে ‘হিন্দু’ ও ‘হিন্দুত্বের’ যে নতুন সংজ্ঞা দিয়েছেন রাহুল, তারফলে দীর্ঘদিন পর কংগ্রস দল সম্পর্কে হিন্দুদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে।
জয়পুরে কী বলেছিলেন রাহুল গান্ধী?
জয়ুপুরে গিয়ে রাহুল বলেন, “আমাদের দেশের ‘হিন্দু’ ও ‘হিন্দুত্ববাদীরা’ রয়েছে। ২০১৪ সালে থেকে হিন্দুত্ববাদীরা ক্ষমতায় রয়েছেন, হিন্দুরা নয়। আমাদের তাদের উতখাত করে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করতে হবে।” তবে এই প্রথম নয়, আগেও ‘হিন্দু’ ও ‘হিন্দুত্বের’ ফারাক বোঝানোর চেষ্টা করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কংগ্রেসে নেতা সলমন খুরশিদও তাঁর বইতে হিন্দুত্ববাদীদের সঙ্গে জেহাদিদের সাদৃশ্যের কথা উল্লেখ করেছিলেন।
রাহুলের প্রশংসায় শিবসেনা
শিবসেনার দলীয় মুখপত্র সামনা-তে বলা হয়েছে, “রাহুল গান্ধী কংগ্রেসকে নতুন দিকে পরিচালিত করার চেষ্টা করছেন।” সামনাতে আরও দাবি করা হয়েছে, মুদ্রাস্ফীতি বিরুদ্ধে জয়পুরে সভায় সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রাস্তা দেখিয়েছে।
‘সামনার’ এডিটর তথা শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, রাহুলের সিদ্ধান্ত সঠিক। এই দীর্ঘদিন ধরেই হিন্দুদের প্রতি এই দৃষ্টিভঙ্গি থেকে বঞ্চিত হয়েছে দেশ। সাংবাদিকদের তিনি বলেন, “যদিও আমাদের দেশ সব ধর্ম ও সম্প্রদায়ের, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উপেক্ষা করে কেউ রাজনীতিতে এগিয়ে যেতে পারবে না। রাহুল গান্ধীর সঙ্গে আমার অনেকবার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জয়পুরে তাঁর বক্তৃতা শুনে মনে হচ্ছে কংগ্রেস আত্মিকভাবে হিন্দু। মহাত্মা গান্ধী থেকে শুরু করে মদন মোহন মালব্য এবং লোকমান্য তিলকের মত কংগ্রেসের অনেক নেতার আত্মা ছিল হিন্দু। আমি মনে করি কংগ্রেস এখন থেকে এই দিকেই এগিয়ে যাবে।”
বিজেপিকে আক্রমণ শিবসেনার
রাহুলের প্রশংসার পরই বিজেপিকে আক্রমণ করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি বলেন, “কেন্দ্রের বর্তমান শাসকদের সঙ্গে হিন্দুদের সংস্কৃতিক কোনও মিল নেই। তাদের হিন্দুত্ব ভুয়ো।”
শিবসেনার দলীয় মুখপাত্রতে বলা হয়েছে, “যখন মুদ্রাস্ফীতির কারণে ভুক্তভুগী মানুষ বলেন, ‘বেঁচে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে কিছু করুন’, তখন উত্তর আসে ‘রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। মথুরা মন্দিরের কাজও দ্রুত শুরু হবে।’ দিল্লির বর্তমান সরকারে সঙ্গে হিন্দু সংস্কৃতির কোনও মিল নেই। উদ্ধব ঠাকরে তাই বলেন এরা ভুয়ো হিন্দু।” মহারাষ্ট্র বিজেপির তরফ থেকে এই প্রতিবেদন লেখার সময় অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন Adani Green Energy Biggest Deal: বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ কেনার চুক্তি করল আদানি!
আরও পড়ুন Omicron Variant Live Update: দিল্লিতে আরও ৪ জনের শরীরে মিলল ওমিক্রন, ভারতে আক্রান্ত বেড়ে ৪৯