AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: করমণ্ডল দুর্ঘটনার জের! বাহানাগা বাজারের উন্নয়নে আরও টাকা মঞ্জুর রেলমন্ত্রীর

Bahanaga: গত মঙ্গলবারই দুর্ঘটনাস্থল সহ বাহানাগা গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তারপর বাহানাগা গ্রাম ও স্থানীয় হাসপাতালের উন্নয়নের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী।

Ashwini Vaishnaw: করমণ্ডল দুর্ঘটনার জের! বাহানাগা বাজারের উন্নয়নে আরও টাকা মঞ্জুর রেলমন্ত্রীর
করমণ্ডল দুর্ঘটনার পর বাহানাগা এলাকার উন্নয়নে আরও টাকা মঞ্জুর রেলমন্ত্রীর।
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 10:10 PM
Share

নয়া দিল্লি: করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Accident) ভয়াবহ দুর্ঘটনার পর একমাস পেরিয়ে গিয়েছে। কিন্তু, সেই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও বাহানাগা বাজার (Bahanaga Bazar) স্টেশন সংলগ্ন এলাকায় সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আতঙ্কও রয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে বাহানাগা বাজার স্টেশন সহ বালাসোর রেল এলাকার উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। এবার বাহানাগা বাজার স্টেশন সহ বালাসোর রেল এলাকার উন্নয়নে ১৫৫ লক্ষ টাকা মঞ্জুর করলেন তিনি।

গত মঙ্গলবারই দুর্ঘটনাস্থল সহ বাহানাগা গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তারপর বাহানাগা গ্রাম ও স্থানীয় হাসপাতালের উন্নয়নের জন্য ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন রেলমন্ত্রী। নিজের় সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা ও রেলওয়ে তহবিল থেকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন অশ্বিনী বৈষ্ণব। এবার বাহানাগা বাজার স্টেশন সহ বালাসোর রেল এলাকার উন্নয়নের জন্য ১৫৫ লক্ষ টাকা মঞ্জুর করলেন রেলমন্ত্রী। নিজের সাংসদ তহবিল থেকেই এই টাকা মঞ্জুর করেছেন তিনি।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, মূলত বাহানাগা বাজার ও বালাসোর এলাকার ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, লেবেল ক্রসিং গেট তৈরি সহ রেললাইন সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের সাংসদ তহবিল থেকে ১৫৫ লক্ষ টাকা মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২ জুন রাতে বাহানাগা বাজার স্টেশনের অদূরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস হঠাৎ করে লুপ লাইনে চলে যায় এবং ওই লাইনে আসা মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি দুমড়ে-মুচড়ে ছিটকে যায়। সেই সময় যশবন্তপুর এক্সপ্রেসও ওই লাইনে চলে আসে এবং সেই ট্রেনেরও কয়েকটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয় এবং প্রায় হাজার খানেক যাত্রী গুরুতর আহত হন। প্রশ্ন ওঠে রেলের সুরক্ষা নিয়ে। তারপর ঘটনার তদন্তে নামে সিবিআই। সিগন্যালিংয়ে ত্রুটির জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে আসে।