নয়া দিল্লি: সাধারণ কোচের থেকে বেশি এসি কোচ ব্যবহার হচ্ছে রেলে, এমনই অভিযোগ উঠেছে সম্প্রতি। এই অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হিসেব দিয়ে জানান, ট্রেনে ঠিক কতগুলি এসি ও কতগুলি নন-এসি কোচ থাকছে। অধিবেশনে রাজ্যসভার সাংসদ হ্যারিস বিরন প্রশ্ন করেছিলেন এই বিষয়ে। তার উত্তর দেন রেলমন্ত্রী।
অশ্বিনী বৈষ্ণব জানান, প্রতি ২২ কোচের ট্রেনে ১২টি নন-এসি জেনারেল এবং স্লিপার কোচ বসানো হচ্ছে। এইসব ট্রেনে মাত্র ৮টি এসি কোচ বসানো হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, যে ভারতীয় রেলের কাছে বর্তমানে উপলব্ধ কোচের সংখ্যার মধ্যে দুই-তৃতীয়াংশ কোচ নন-এসি এবং এক-তৃতীয়াংশ এসি। ভারতীয় রেল চলতি বছরে ১০ হাজার নন-এসি কোচ তৈরি করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
হ্যারিস বিরনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন জানিয়েছেন, ভারতীয় রেলে বেশির ভাগ যাত্রীই নন-এসি কোচ ব্যবহার করছেন। মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ট্রেনে ভিড় হচ্ছে কি না। আর এই ভিড়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কী পদক্ষেপ করছে।
রেলমন্ত্রী জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করতে উৎসবের সময়, ছুটির দিনে এবং পিক সিজনে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ ট্রেন চালানো হয়। এর পাশাপাশি ট্রেনের ধারণক্ষমতাও বাড়ানো হচ্ছে। ভারতীয় রেল বর্তমানে প্রায় ১০ হাজার নন-এসি জেনারেল ক্লাস এবং স্লিপার ক্লাস কোচ তৈরি করছে।
উল্লেখ্য, অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন যে কোভিডের কারণে, ২০১৯ এবং ২০২৪ সালের মধ্যে যাত্রী পরিবহনে একটি বড় পরিবর্তন হয়েছে। ভারতীয় রেল যাত্রীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ট্রেন চালাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি অমৃত ভারত এক্সপ্রেসের কথাও এদিন উল্লেখ করেন রেলমন্ত্রী। অমৃত ভারতও একটি নন এসি ট্রেন।