এক্সপ্রেস ট্রেনে এবার থেকে কতগুলি জেনারেল কোচ, সাধারণ যাত্রীদের বড় খবর শোনালেন রেলমন্ত্রী

Indian Railway: জেনারেল কোচ হল অংসরক্ষিত কামরা অর্থাৎ রিজার্ভেশন ছাড়া যে কামরায় উঠতে পারেন যাত্রীরা। দীর্ঘদিন ধরেই এই ধরনের কামরার সংখ্যা বাড়ানোর দাবি উঠছিল। বৃহস্পতিবার লোকসভায় তারই জবাব দিলেন রেলমন্ত্রী।

এক্সপ্রেস ট্রেনে এবার থেকে কতগুলি জেনারেল কোচ, সাধারণ যাত্রীদের বড় খবর শোনালেন রেলমন্ত্রী
রেলমন্ত্রীর বড় ঘোষণাImage Credit source: GFX- TV9 Bangla

Aug 01, 2024 | 6:36 PM

নয়া দিল্লি: বাজেটে রেল নিয়ে কোনও বড় ঘোষণা কেন করা হল না, সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তার মধ্যে পরপর একাধিক রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয় রেল মন্ত্রককে। যাত্রী সুরক্ষা কোথায়? যাত্রী সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলমন্ত্রীকে। এরই মধ্যে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার তিনি লোকসভায় জানিয়েছেন মেইল ও এক্সপ্রেস ট্রেনে এবার থেকে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা। দীর্ঘদিন ধরেই এই দাবি জানানো হয়েছে যাত্রীদের তরফে।

জেনারেল কোচ হল অংসরক্ষিত কামরা অর্থাৎ রিজার্ভেশন ছাড়া যে কামরায় উঠতে পারেন যাত্রীরা। দীর্ঘদিন ধরেই এই ধরনের কামরার সংখ্যা বাড়ানোর দাবি উঠছিল। বৃহস্পতিবার লোকসভায় তারই জবাব দিলেন রেলমন্ত্রী। আগামিদিনে রেল কতগুলি নতুন জেনারেল কোচ তৈরি করছে, সেই তথ্যও এদিন তুলে ধরেছেন অশ্বিনী বৈষ্ণব।

এদিন বক্তব্যের শুরুতেই রেলমন্ত্রী বলেন, “সব সমালোচনার জবাব দিতে আমরা প্রস্তুত। ১০ বছর ধরে সাধারণ মানুষ তথা মধ্যবিত্তের কথা ভেবেই রেলে নানা উদ্যোগ নিয়েছে।”

কোচ সম্পর্কে মন্ত্রী জানান, বর্তমানে সব এক্সপ্রেস ও মেল ট্রেনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ জেনারেল কোচ এবং এক ভাগ এসি
কোচ থাকে। জেনারেল কোচের চাহিদা যে বাড়ছে সে কথাও উল্লেখ করেছেন তিনি। রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন ২৫০০ জেনারেল কোচ তৈরি হবে। সব মেল ও এক্সপ্রেস ট্রেনে ন্যুনতম চারটি করে জেনারেল কোচ থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি। এছাড়াও পরবর্তী সময়ের জন্য ১০০০০ জেনারেল কোচ তৈরি করা হবে।

‘অমৃত ভারত’ ট্রেনের কথাও এদিন উল্লেখ করেছেন রেলমন্ত্রী। তিনি জানিয়েছেন ওই ট্রেনে কম খরচে স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ওই ট্রেনের ক্ষেত্রে ২২টি কোচের মধ্য়ে থাকবে অর্ধেক স্লিপার ও অর্ধেক জেনারেল কোচ।