নয়া দিল্লি: মোদী জমানায় ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় রেলকে। যাত্রী সুরক্ষা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে ট্রেনের গতি… সব দিকেই আমূল পরিবর্তন আনা হয়েছে। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আর এবার আসছে গেরুয়া রঙের অমৃত ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক সুবিধা যুক্ত এই অমৃত ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। একবার চালু হলে খুব অল্প সময়ের মধ্যেই দিল্লি থেকে কলকাতা পৌঁছে যাবে এই ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে এই ট্রেনের খুঁটিনাটি সব বিষয়গুলি যাচাই করে দেখেছেন। ঘুরে দেখেছেন লোকো পাইলটের কেবিনও। রেলমন্ত্রী জানিয়েছেন, দ্রুত গতি ও নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ এই অমৃত ভারত এক্সপ্রেস দিল্লি থেকে কলকাতা যেতে ২ ঘণ্টা সময় বাঁচাবে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে মন্ত্রী লিখেছেন, ‘অমৃত কালের অমৃত ভারত ট্রেন’।
अमृत काल की अमृत भारत ट्रेन! pic.twitter.com/yegGEydJU5
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 26, 2023
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অত্যাধুনিক এই ট্রেনের ট্রায়াল রানে খুবই উৎসাহব্যঞ্জক ফল পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই ট্রেনের ফ্ল্যাগ অফ হবে বলেও জানিয়েছেন তিনি। অমৃত ভারত এক্সপ্রেসের লোকো পাইলটের কেবিনে সিটগুলিকে আরও আধুনিক করা হয়েছে। লোকো পাইলটদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিটগুলিকে আরও আরামদায়ক করা হয়েছে এবং বাতানুকূল ব্যবস্থা রাখা হয়েছে।
এ তো গেল লোকো পাইলটের কেবিনের কথা। সবথেকে নজরকাড়া বিষয়টি হল, এই ট্রেনের জেনারেল কামরাগুলিতেও উপরের সিটে গদির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ট্রেনের প্রতিটি কামরায়, প্রতিটি সিটের সঙ্গে মোবাইল চার্জিং পয়েন্ট, জলের বোতল রাখার জায়গা রাখা হয়েছে। ট্রেনের টয়লেটগুলিকে আরও উন্নত করা হয়েছে। জলের অপচয় যাতে কম হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। নজর দেওয়া হয়েছে যাত্রী নিরাপত্তার উপরেও। এই অমৃত ভারত এক্সপ্রেসে ‘কবচ’ প্রযুক্তি রয়েছে, যা দুর্ঘটনার আশঙ্কা একেবারে কমিয়ে দেয়।