Local Train: ঝুলে ঝুলে যাওয়ার দিন শেষ, লোকাল ট্রেনের দরজা এবার বন্ধ হয়ে যাবে!
Railway: মুম্বরার ওই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। তারপরই এই পদক্ষেপ করা হচ্ছে।

মুম্বই: লোকাল ট্রেন বললেই বাংলায় এক চেনা ছবি ভেসে ওঠে। ঠেলাঠেলি ভিড়, দরজার কাছে দাঁড়িয়ে বহু মানুষ, কেউ কেউ ঝুলছে। প্রায় প্রতিদিনই এই ছবি দেখা যায় লোকাল ট্রেনে। তবে এবার কি সেই চিত্রটা বদলে যাবে? দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে লোকাল ট্রেনের! সুরক্ষার কথা মাথায় রেখে এমনই সিদ্ধান্ত নিচ্ছে রেল।
তবে, আপাতত শিয়ালদহ বা হাওড়া ডিভিশনের ট্রেনে এমন দৃশ্য দেখা যাবে না। এসি লোকাল ট্রেনের ক্ষেত্রে তো দরজা বন্ধ থাকেই। এবার নন-এসি ট্রেনেও বন্ধ করে রাখা হবে দরজা। সেন্ট্রাল রেলওয়ের তরফে এই ব্যবস্থা করা হচ্ছে।
গত ৯ জুন ট্রেন থেকে পড়ে চারজনের মৃত্যু হয়, আহত হন ৯ জন। তারপরই তৈরি করা হচ্ছে বিশেষ কোচ। ফাইবার গ্লাস প্যানেলের বদলে থাকছে ভেন্টিলেটেড দরজা। এই প্রথমবার সেন্ট্রাল রেল এই ধরনের দরজা ব্যবহার করছে। মুম্বরার ওই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। তারপরই এই পদক্ষেপ করা হচ্ছে।
সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই ভেন্টিলেটেড দরজা লাগানো কোচ এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান, ওই দরজা অপারেট করবেন মোটরম্যান ও ট্রেন ম্যানেজার।
এর আগে পশ্চিম রেলওয়েও এই একইভাবে দরজা বন্ধ করা কোচের ব্যবস্থা করেছিল। ২০১৯ সালে এরকম তিনটি কোচ যুক্ত করার কাজ শুরু হয়, কিন্তু ভিড়ের চাপে সেই পরিকল্পনা ভেস্তে যায়। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নতুন করে কোচ ডিজাইন করা হচ্ছে।
