Railway: প্রতি ৪ মিনিট অন্তর চলবে ট্রেন, বিশেষ বুধবারের জন্য প্রস্তুত রেল
Railway: জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮.৭ লক্ষ মানুষ প্রয়াগরাজে গিয়েছেন। এর মধ্যে ১৩.৯ লক্ষ যাত্রী ট্রেনে চেপে প্রয়াগরাজে গিয়েছেন মকর সংক্রান্তির জন্য। ওই দিনের জন্য ১০১টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।
নয়া দিল্লি: সংক্রান্তির পূণ্য়স্নান হয়ে গেলেও মহাকুম্ভে এখনও ভিড় বাড়ছে। মহাকুম্ভে প্রতিনিয়ত যাচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে বুধবার রয়েছে আরও এক পূণ্য তিথি। বুধবার রয়েছে মৌনি অমাবস্যা। এদিনও বহু মানুষের ভিড় হবে বলে অনুমান করছে উত্তর প্রদেশ সরকার। সেই ভিড় সামাল দিতে এবার বড় সিদ্ধান্ত নিল রেল।
তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালাবে রেল। প্রতি চার মিনিটে চালানো হবে একটি করে ট্রেন। বেশিরভাগ ট্রেনই চলবে মেন জংশন থেকে। রবিবার থেকেই ভিড় বাড়তে শুরু করেছে।
জানা গিয়েছে, গত ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮.৭ লক্ষ মানুষ প্রয়াগরাজে গিয়েছেন। এর মধ্যে ১৩.৯ লক্ষ যাত্রী ট্রেনে চেপে প্রয়াগরাজে গিয়েছেন মকর সংক্রান্তির জন্য। ওই দিনের জন্য ১০১টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।
রেল মন্ত্রক জানিয়েছে, একদিনে ১৫০টি স্পেশাল ট্রেন চালানো হবে মৌনি অমাবস্যার জন্য়। ২০১৯-এর অর্ধকুম্ভে একদিনে ৮৫টি স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবার সেই সংখ্যাও ছাপিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ প্রতি ৪ মিনিট অন্তর প্রয়াগরাজে যাওয়ার বিশেষ ট্রেন চালু হবে।
অনুমান করা হচ্ছে, বুধবার ত্রিবেনী সঙ্গমে ১০ কোটি তীর্থযাত্রী গঙ্গায় ডুব দেবেন। তার মধ্যে অন্তত ১০ শতাংশ মানুষ ট্রেনে যাত্রা করবেন বলে মনে করা হচ্ছে।