VIDEO: কী হল ভারতীয় রেলের? মানুষকে কেন ঠেলে নিয়ে যেতে হচ্ছে আস্ত একটা ট্রেন!

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 04, 2024 | 1:34 PM

Indian Railways: একটি ট্রেনের ইঞ্জিনকে ঠেলতে দেখা যায় কয়েকজন রেলকর্মীকে। রীতিমতো কষ্ট করে তারা ইঞ্জিনটিকে ঠেলছিলেন। ক্রসিং সিগন্যালে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে থাকেন এই অবাক কাণ্ড দেখে। এক ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করেন। তা-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

VIDEO: কী হল ভারতীয় রেলের? মানুষকে কেন ঠেলে নিয়ে যেতে হচ্ছে আস্ত একটা ট্রেন!
ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেন।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: রাস্তাঘাটে গাড়ি বিকল হয়ে গেলে তাকে ঠেলে নিয়ে যেতে দেখেছি প্রায় সকলেই। কিন্তু ট্রেন ঠেলতে দেখেছেন কখনও? না না, কোনও সুপারম্যান নয়, রেলওয়ের অতি সাধারণ কর্মীরাই এই অসাধ্য সাধণ করেছেন। সত্যিই তারা ট্রেন ঠেলে নিয়ে গেলেন। কিন্তু কেন হঠাৎ ট্রেন ঠেলতে হল কর্মীদের?

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আমেঠীতে। সেখানেই একটি ট্রেনের ইঞ্জিনকে ঠেলতে দেখা যায় কয়েকজন রেলকর্মীকে। রীতিমতো কষ্ট করে তারা ইঞ্জিনটিকে ঠেলছিলেন। ক্রসিং সিগন্যালে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে থাকেন এই অবাক কাণ্ড দেখে। এক ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করেন। তা-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ইঞ্জিনটি বিকল হয়ে যায়। বাধ্য হয়ে রেলের কর্মীরা ওই ইঞ্জিনটিকে ঠেলে মেইন লাইন থেকে সরিয়ে লুপ লাইনে নিয়ে যান।

প্রসঙ্গত, এগুলিকে ডিপিসি ট্রেন বলে। মূলত রেলওয়ের কর্মীরা নজরদারির জন্যই এই ট্রেন ইঞ্জিন ব্যবহার করেন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইন্সপেকশনে বের হওয়া ওই ট্রেনটি আমেঠী জেলার নিহালগড় রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রাকে আটকে যায়। যান্ত্রিক ত্রুটির ফলে কোনওভাবেই ইঞ্জিনটি চালু করা যাচ্ছিল না। শেষে রেলকর্মীরা নেমে ইঞ্জিনটি ঠেলতে শুরু করেন।

ট্রেন ঠেলে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই রেলওয়ের গাফিলতির অভিযোগ উঠেছে। ট্রেনটি রেল স্টেশনের কাছেই আটকে যাওয়ায়,  মেইন লাইনে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। অনেক ট্রেনই আটকে যায় এবং দেরীতে চলে। অভিযোগ পেতেই রেল কর্তৃপক্ষের তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article