Trains Cancelled: হোলির আগে ৪০০ এক্সপ্রেস ট্রেন বাতিল করল ভারতীয় রেল

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 28, 2023 | 5:19 PM

Indian Railway: বাতিল হওয়া ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের। এর জেরে সমস্যায় পড়তে পারেন এই সব রাজ্যের বাসিন্দারা।

Trains Cancelled: হোলির আগে ৪০০ এক্সপ্রেস ট্রেন বাতিল করল ভারতীয় রেল
ফাইল চিত্র

Follow Us

নয়াদিল্লি: সামনের সপ্তাহে দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব। দোল পূর্ণিমার এই উৎসব পালনে সারা দেশের বিভিন্ন প্রান্তে মেতে ওঠেন হিন্দুরা। মূলত উত্তর ভারতের রাজ্যগুলিতে এই উৎসব উদযাপনের রমরমা বেশি। পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হয় হোলি। রঙের এই উৎসবের জেরে যান চলাচল কিছুটা হলেও বিঘ্নিত হয়। এ বারও তার ব্যতিক্রম হল না। হোলির আগে প্রচুর ট্রেন বাতিল করল ভারতীয় রেল। রেলের ইস্টার্ন জোনের প্রায় ৪০০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি মূলত পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের। এর জেরে সমস্যায় পড়তে পারেন এই সব রাজ্যের বাসিন্দারা। এ ছাড়াও দুরপাল্লার বেশ কিছু ট্রেনও রয়েছে বাতিলের তালিকায়। পঞ্জাব এবং দিল্লির উপর দিয়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনও রয়েছে সেই তালিকায়। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথের পরিবর্তনও করা হয়েছে। যাত্রার সময়ের পরিবর্তনও হয়েছে কয়েকটি ট্রেনের। জেনে নিন এ রকমই কয়েকটি ট্রেন, যা বাতিল করা হয়েছে।

হোলি উপলক্ষে বাতিল একাধিক ট্রেন। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে বারৌনি থেকে নয়াদিল্লিগামী ট্রেন। হাওড়া থেকে জবলপুর গামী এক্সপ্রেসও রয়েছে বাতিলের তালিকায়। লখনউ থেকে পাটলিপুত্রগামী ট্রেনও রয়েছে সেই তালিকায়। আনন্দ বিহার থেকে গোরক্ষপুর যাওয়া হামসফর এক্সপ্রেসও বাতিল থাকবে হোলির সময়। হাতিয়া থেকে আনন্দ বিহার যাওয়া ঝাড়খণ্ড এক্সপ্রেসও বাতিল করেছে রেল।

গোরক্ষপুর ও ছাপরার মধ্যে চলাচলকারী বিশেষ এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে হোলিতে। চণ্ডীগড় ও অমৃতসরের মধ্যে চলাচলকারী সুপার ফাস্ট এক্সপ্রেসের চাকাও গড়াবে না হোলিতে। হাওড়া থেকে দেরাদুনগামী কুম্ভ এক্সপ্রেস এবং দিল্লি থেকে গয়ার মধ্যে যাতায়াতকারী মহাবোধি এক্সপ্রেসও বাতিল থাকবে। ভারতীয় রেল জানিয়েছে, হোলি উপলক্ষে পুরোপুরি বাতিল থাকবে ৩৫৪টি ট্রেন, ৫৩টি ট্রেন আংশিত ভাবে বাতিল এবং ৪৯টি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হবে।

Next Article